আমাদের কথা খুঁজে নিন

   

এ খাচা ভাঙব আমি কেমন করে???

এই শহর জানে আমার প্রথম সব কিছু... পালাতে চাই যত সে আসে আমার পিছু পিছু. ...

চিলেকোঠায় থাকি। ফুটো-ফাটা দিয়ে আলো-বাতাস কিঞ্চিত ঢুকলেও তাতে গুমোট ভাবটা আর যায় না। অগত্যা রঞ্জুর জন্য অপেক্ষা করে বসে আছি। রঞ্জুর দেখা নাই। আলাউদ্দিন আর আলতাফ আসে। ব্যাটারা পুর্ব-পশ্চিম, ডান-বাম নানান কথা বলে, এত কিছু বুঝি না। কি যে বলে বোঝার মত এত এলেম নাই। মাথার মধ্যে জট পাকে আরো। হাড্ডি খিজিরের ডাক শুনলাম... এইবার উঠতে হয় যে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।