সিম্বল টুলের ব্যবহার
টুল বক্স থেকেSymbol Sprayer Tool সিলেক্ট করে সিম্বল প্যালেট থেকে যেকোনো একটি সিম্বল সিলেক্ট করুন এবং আর্টওয়ার্কে ড্র্যাগ করুন, সাথে সাথে সিম্বলটির অসংখ্য কপি তৈরি হবে। Symbol Sprayer Tool-এর একটি হিডেন টুল Symbol Shifter Tool । এ টুলের সাহায্যে সিম্বলের কপিগুলোকে স্থানান্তর করা যায়। এজন্য টুলটি সিলেক্ট করে সিম্বলগুলোর উপর ড্র্যাগ করুন। Symbol Scruncher টুল কিছুক্ষণ সিম্বলগুলোর উপর ধরে রাখলে সিম্বলগুলো পরষ্পর কাছে চলে আসবে।
Symbol Sizer টুল কোনো সিম্বলের উপর চেপে ধরে রাখলে সিম্বলটির আকৃতি বড় হবে। Spinner টুলের সাহায্যে কোনো সিম্বলকে নির্দিষ্ট এংগেলে ঘুরানো বা রোটেট করা যাবে। Stainer টুল সিলেক্ট করে Swatchesপ্যালেট থেকে যেকোনো একটি রং নির্ধারণ করুন এবং সিম্বলের উপর ক্লিক করুন, ফলে সিম্বলগুলোর রং পরিবর্তন হবে। Screener টুল সিলেক্ট করে কোনো সিম্বলের উপর ক্লিক করলে সিম্বলটির অপাসিটি কমবে। Symbol Styler টুলটি সিলেক্ট করে Graphic Style প্যালেট থেকে যেকোনোটি সিলেক্ট করে সিম্বলের উপর ক্লিক করুন, ফলে সিম্বলটি উক্ত গ্রাফিক স্টাইল ধারণ করবে।
Blend টুলের ব্যবহার
একটি টেক্সট লিখুন। টুলস অপশন বার থেকে পছন্দসই ফন্ট, রং এবং সাইজ নির্ধারণ করুন। টেক্সটটি সিলেক্ট করে Alt চেপে ধরে নিচের দিকে ড্র্যাগ করুন, ফলে টেক্সটটির আরেকটি কপি তৈরি হবে। টেক্সট দুটির মাঝে ব্যাপক দূরত্ব বজায় রাখুন। দ্বিতীয় টেক্সটটির সাইজ ছোট করুন এবং অন্য একটি রং দিন।
এখন Shift সহকারে টেক্সট দুটিকে একসাথে সিলেক্ট করুন। টুল বক্স থেকে Blend টুল সিলেক্ট করে প্রথমে নিচের টেক্সটে তারপর উপরের টেক্সটে একবার ক্লিক করুন। সাথে সাথে টেক্সট দুটি ছবির মত ইফেক্ট ধারণ করবে।
Pucker টুলের ব্যবহার
একটি স্টার আঁকুন এবং Pucker টুলের সাহায্যে স্টারের বাহুগুলোকে ড্র্যাগ করে সেন্টারে ছবির মত সংযুক্ত করুন। ফলে স্টারটি ফুলের আকৃতি ধারণ করবে।
আরও সৌন্দর্য বাড়ানোর জন্য এৎধঢ়যরপ Graphic Styleব্যবহার করতে পারেন। আমরা এখানেWindow>Open Graphic Library>Buttons and rollovers †_‡K Glass button Red স্টাইলটি ব্যবহার করেছি।
রোটেট টুলের ব্যবহার
এই টুলের সাহায্যে যেকোনো ইমেজ বা টেক্সটকে প্রয়োজনমত ঘুরানো যায়। যেমন ধরুন একটি Rectangle আপনি 180° কোণে ঘুরাবেন। এখন আয়তক্ষেত্রটি সিলেক্ট করে রোটেট টুলে ডাবল ক্লিক করুন, একটি ডায়ালগ বক্স আসবে।
এর Angle বক্সে 180° টাইপ করুন এবং Ok বাটনে ক্লিক করুন।
রিফেক্ট টুলের ব্যবহার
টুলটির সাহায্যে কোনো অবজেক্টকে Horizontal, Vertical এবং Angle অনুসারে রোটেট ও কপি তৈরি করা যায়।
Warp Effect এর ব্যবহার
Type tool ব্যবহার করে কিছু লিখুন, বা যেকোনো টেক্সট টাইপ করুন। এবার টেক্সটটি সিলেক্ট অবস্থায় মেনু থেকে কমান্ড দিন। একটি ডায়ালগ বক্স আসবে, এতে Styleঅংশে বিভিন্ন স্টাইল প্রদর্শিত হবে।
যেকোনোটি সিলেক্ট করে Ok দিন।
3D এর ব্যবহার
পেন টুল দিয়ে Heart সিম্বলটি আঁকুন। Type tool সিলেক্ট করে টাইপ করুন For U| সিম্বলটি সিলেক্ট করে মেনু থেকে Effect>3D>Extrude & Bevel কমান্ড দিন। পজিশন Isomeric Right নির্ধারণ করুন এবংOk দিন। ব্যাস অসাধারণ একটি ইফেক্ট তৈরি হবে।
চলবে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।