গ্রাফ টুলের ব্যবহার: ইলাস্ট্রেটরে একটি নতুন ফাইল নিয়ে Graph too সিলেক্ট করুন এবং আর্টওয়ার্কে ড্র্যাগ করুন। ড্র্যাগ করে ছেড়ে দিলে একটি চার্ট দেখা যাবে, এর উপরের সারিতে ১, ৪, ৩, ২, ৮ টাইপ করুন এবং সর্বডানে চ চিহ্নে ক্লিক করুন। ব্যাস আপনার প্রদত্ত মান নিয়ে তৈরি হয়ে যাবে একটি সুন্দর গ্রাফ।
গ্রাফে রংয়ের ব্যবহার: আগের মত একটি গ্রাফ তৈরি করে টুল বক্স থেকে Direct Selection Tool দ্বারা গ্রাফের প্রতিটি অংশ আলাদাভাবে সিলেক্ট করতে পারবেন, ফলে প্রতিটি অংশ সিলেক্ট করে ছবির মত পছন্দের রঙে রাঙিয়ে তুলুন আপনার গ্রাফটি।
গ্রাফের ফর্ম পরিবর্তন: গ্রাফের ফর্ম পরিবর্তন করার জন্য কিংবা বিভিন্ন আকৃতি দেয়ার জন্য যথারীতি একটি গ্রাফ আঁকুন এবং একে সিলেক্ট করে মেনু থেকে Object>Graph>Type সিলেক্ট করুন।
Graph Type নামের একটি ডায়ালগ বক্স ওপেন হবে, এর টাইপ অংশে বিভিন্ন ফর্ম থেকে যেকোনোটি সিলেক্ট করুন।
গ্রাফ ডিজাইন: সিম্বল প্যালেট থেকে যেকোনো একটি সিম্বল ড্র্যাগ করে আর্টওয়ার্কে আনুন। এবার সিম্বলটি সিলেক্ট অবস্থায় মেনু থেকে Object>Graph>Design কমান্ড দিন। একটি ডায়ালগ বক্স ওপেন হবে, এতে New Designবাটনে ক্লিক করুন। ডায়ালগ বক্সের Renameবাটনে ক্লিক করে সিম্বলটির নামকরণ করতে পারেন।
তারপর সিম্বলটি আর্টওয়ার্ক থেকে ডিলিট করে দিন। গ্রাফ টুল সিলেক্ট করে আর্টওয়ার্কে ড্র্যাগ করুন, একটি চার্ট ওপেন হবে, এখানে ৬, ৫, ৭, ৪ টাইপ করুন এবং সর্বডানে P চিহ্নে ক্লিক করুন। অংকিত গ্রাফটি সিলেক্ট অবস্থায় মেনু থেকে Object>Graph>Column সিলেক্ট করুন। একটি ডায়ালগ বক্স ওপেন হবে, এর Column Typeসিলেক্ট করুন Uniformly Scaled। ব্যাস সিম্বলের সমন্বয়ে তৈরি হয়ে যাবে অসাধারণ একটি গ্রাফ।
Twist-এর ব্যবহার: স্টার টুলের সাহায্যে একটি স্টার আঁকুন এবং এতে হালকা সবুজ রং দিন। এবার স্টারটি সিলেক্ট অবস্থায় মেনু থেকে Filter>Distort>Twist-এ ক্লিক করুন। একটি ডায়ালগ বক্স আসবে, এর Angle অংশে ৭২ টাইপ করে Ok বাটন প্রেস করুন। মেনু থেকে Window>Attribute কমান্ড দিন এবং প্যালেটের Show Centerবাটনে ক্লিক করুন। ফলে স্টারের মাঝে একটিCenter Point দেখা যাবে।
আবার স্টার টুল সিলেক্ট করে আগে আঁকা স্টারটির সেন্টার পয়েন্ট থেকে ড্র্যাগ করে আরেকটি স্টার আঁকুন এবং এতে সাদা রং দিন। এখন দ্বিতীয় স্টারটি সিলেক্ট অবস্থায় Effect>Distort & transform>Pucker & bloat-এ ক্লিক করুন। ফলে একটি ডায়ালগ বক্স আসবে এবং এতে ৫০% লিখে ঙশ দিন। দেখবেন স্টারগুলো ফুলের আকৃতি ধারণ করেছে।
Shear টুলের ব্যবহার: Scale টুলের একটি হিডেন টুল Shear।
Ellipse টুলের সাহায্যে একটি Ellipseআঁকুন। Ellipseটি সিলেক্ট অবস্থায় টুল বক্স থেকে Shear টুল সিলেক্ট করে ইলিপসের উপর সামান্য ড্র্যাগ করলে দেখা যাবে আকৃতি পরিবর্তন হচ্ছে।
Ellipse টুলের ব্যবহার: আপেল খেতে কে না ভালবাসে। ইলিপস টুলের সাহায্যে কিভাবে আপেল আঁকা যায় তা আমরা শিখব। প্রথমে টুল বক্স থেকে Ellipse টুলটি সিলেক্ট করে আর্টওয়ার্কে একবার ক্লিক করুন।
একটি ডায়ালগ বক্স আসবে, এতে Width=53 এবং Height=84 লিখুন এবং ইলিপসের কালার Swatches প্যালেট থেকে Rubyসিলেক্ট করুন। মেনু থেকে Effect>3D>Revolve… কমান্ড দিন। একটি ডায়ালগ বক্স আসবে, কোনো সেটিংস পরিবর্তন না করে Ok দিন। ইলিপসটি আপেলের আকৃতি ধারণ করবে। এবার ব্রাশ টুলের সাহায্যে আপেলের ডাটা দিতে পারেন।
এজন্য Swatches প্যালেটের Emerald কালারটি ব্যবহার করতে পারেন। আপেলটি সিলেক্ট অবস্থায় Object>Arrange >Send to Back কমান্ড দিন, ফলে আপেলের সাথে ডাটাটি সংযুক্ত মনে হবে।
চলবে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।