আমাদের কথা খুঁজে নিন

   

এডোব ইলাস্ট্রেটর সিএস



থ্রিডি রিং তৈরি ইলাস্ট্রেটর ওপেন করে File>New>Ok দিন এবংEllipse Tool সিলেক্ট করুন। একটি বৃত্ত আঁকুন এবং আঁকা বৃত্তটি সিলেক্ট করে Alt সহকারে ড্র্যাগ করে ক্লিক করুন, ফলে বৃত্তের আরেকটি কপি তৈরি হবে। এবার দুটি বৃত্ত একসাথে সিলেক্ট করে মেনু থেকে K Window>Pathfinder সিলেক্ট করুন। এ অবস্থায় K Window>Pathfinder প্যালেট থেকে Intersect shape areas সিলেক্ট করুন। যেকোনো একটি ফিল কালার এবং স্ট্রোক অংশেNone কালার সিলেক্ট করুন।

এখন মেনু থেকে K Effect>3D>Revolve কমান্ড দিন, চৎবারবOffset বক্স সিলেক্ট করে দিন এবং ঙভভংবঃ অংশে ১৭০ টাইপ করুন। ডায়ালগ বক্সে প্রদর্শিত ৩উ জবপঃধহমষবটিকে ড্র্যাগ করে পজিশন পরিবর্তন করে নিতে পারেন। বাটনে ক্লিক করে ডায়ালগ বক্স বন্ধ করুন। এবার তৈরি করা চুড়ি আকৃতির থ্রিডি অবজেক্টটিকে সিলেক্ট করুন এবং অষঃ সহকারে ড্র্যাগ করুন,ফলে অবজেক্টটির কপি তৈরি হবে। ছবির মত অবজেক্ট দুটিকে স্থাপন করুন এবং পছন্দের রং প্রয়োগ করুন।

লোগো বা ওয়েব বাটন তৈরি Adobe Illustrator সফটওয়্যারটি ওপেন করে মেনু থেকে দিন, একটি ডায়ালগ বক্স আসবে। এর ঙশ বাটনে ক্লিক করুন। Window>Pathfinder| Pathfinder সিলেক্ট করে যেকোনো একটি ঋরষষ কালার সিলেক্ট করুন এবং Scale কালার কালো নির্ধারণ করে একটিGi Add to shape area আঁকুন। ঝঃৎড়শব ডবরমযঃ ৪ঢ়ঃ নির্ধারণ করুন। সার্কেলটি সিলেক্ট অবস্থায় ডাবল ক্লিক করুন।

একটি ডায়ালগ বক্স আসবে, এতেWindow>Graphic Style Libraries> Image Effects অপশনে ৮০% নির্ধারণ করুন এবং কপি বাটনে ক্লিক করুন। ফলে আগে তৈরি সার্কেলের ভেতর আরেকটি সার্কেল তৈরি হবে। বড় সার্কেলটিতে ঝধিঃপয প্যালেট থেকে কালার দিন। দ্বিতীয় অর্থাৎ ছোট সার্কেলটিতেপ্যালেট থেকে গ্র্যাডিয়েন্ট কালারটি প্রয়োগ করুন। এবার মেনু থেকে Subtract from shape area এ ক্লিক করলে একটি উইন্ডো ওপেন হবে।

এতে ঐড়সব আইকনটি ড্র্যাগ করে সার্কেল দুটির মাঝখানে বসান। সার্কেল দুটি ও সিম্বলটি একসাথে সিলেক্ট করে মাউসের রাইট বাটন Object>Arrange>Send to Back প্রেস করুন এবং এ ক্লিক করুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।