আমাদের কথা খুঁজে নিন

   

আসুন আমরা ব্লগ লেখি......


আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখনও আমি ব্লগের ব্যাপারে তেমন একটা জানতাম না। প্রথম প্রথম হয়তোবা এই ব্লগ লেখাকে কেউ তেমন একটা সুদৃষ্টিতে দেখতোনা। আমি্ ইউনিতে পড়ার সময় কিছু স্টুডেন্টকে বাংলা টাইপ করতে দেখি। আমি ভাবতাম হায় বাংলায় টাইপ করে তাদের কি হবে? আমি ইংরেজিতে টাইপ করতে জানি বলে নিজেকে এক ধাপ অগ্রসর ভাবতাম। আসলে কিন্ত তা নয়।

যারা বা২লায় টাইপ করা শিখেছিল তারাই আসলে অনেক এগিয়েছিল। আমি ইউনিতে পড়া শেষ করে ইন্টার্ন বিপিও হিসেবে জব করার সময় বাংলায় টাইপ করা শিখি এবং বিজয় এবং অভ্র সফটওয়্যারের সঙ্গেও পরিচিত হই। এরপর ধীরে ধীরে আমি এখন ব্লগ লেখার ব্যাপারে আগ্রহী হই এবং ব্লগের নানা দিক সম্পর্কে আরো ভালভাবে জানতে পারি। তাই আমি সবাইকে বলি বাংলায় ব্লগ লেখা শিখুন, এতে আপনি একই নিজের ও অন্য অনেকের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন। আসলে কর্মসংস্থান নয় আপনি আপনি আপনার মতামত নিজস্ব উদ্ভাবনী কাজ এখানে প্রকাশ করতে পারবেন।

এরপর ব্লগ আপনি যতই লিখবেন আপনার নিজের ব্যাক্তিত্য আপনার চিন্তাভাবনা ততই অগ্রসর হবে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.