আমাদের কথা খুঁজে নিন

   

পিচ্চির সাথে সারাদিন

ʚϊɞ

.. .... ....... ঘুম ভাঙতেই যে কথাটা শুনলাম তা হল পিচ্চি নাকি আজ সারাদিন আমাদের বাসায় থাকবে ! ( পিচ্চি হল আমার ৬ বছরের চাচাতো বোন...জন্মের পর থেকেই আমি ওকে পিচ্চি বলে ডাকি ) ঘুম থেকে উঠতে না উঠতেই তাহার আগমন শুভেচ্ছা স্বাগতম হয়ে গেলো... পিচ্চির সাথে প্রথম মোলাকাতেই তার কথা "তুমি এতক্ষনে ঘুম থেকে উঠসো !! হিহিহিহিহি ! ইফতিসাম (পিচ্চির পুচকি ভাই ) ও তুমার চে আগে উঠতে পারে ! " তার জ্বালা যন্ত্রনা থেকে বাঁচার জন্য টিভি তে কার্টুন নেটওয়ার্ক দিয়া বসায় রাইখা ভাবলাম এট্টু ফেসবুকাই ফেসবুক খুলতেই পিচ্চি এসে হাজির ... >> " আমি গেম খেলব" ="আমার নতুন পিসি তে গেমস নাই " >> " টমেনজেরী দেকাও তাহলে..." = "আমার পিসি তে কার্টুন নাই তো " ঐ মুহুর্তে নিউজ ফিড এ স্বপ্নজয় ভাইয়ার একটা পোস্ট ছিল যেটার শিরোনাম " পুনশ্চ অ্যানি ফ্র্যাঙ্ক (পর্ব ১)"...আর স্বপ্নজয় ভাইয়ার প্রো-পিকে ছিল টম...ব্যাস !! পিচ্চি চিল্লা পাল্লা শুরু করলো..."ঐ যে টম এন জেরী পর্ব-১ (আল্লাহ! খালি পর্ব-১ টা পড়ার জ্ঞান দিলা বাকিটা পড়াইলা না !!!!! )...টমেনজেরী দাও...তুমি কিসু জানো না...ওটাই টমেনজেরী!!" পিসি তে কার্টুন বলতে ছিল শুধু Disney এর Tangled...এই যাত্রা বাঁইচা গেলাম কার্টুন দেখা শেষ !!! এবার বল্লাম পিচ্চি এবার আমি একটু কাজ করি তুমি যাও তোমার চাচী কে কার্টুনে কি দেখলা গল্প টা শুনায় আসো...( আম্মুকে ডিসটাব দিতে পাঠায়া দিলাম !) আম্মু কে যায়া সে যা বলল তা হল : চাচী রেপানজেল এর গল্প শুনবা ? জানো রেপানজেলের না অনেক লম্বা চুল..ও চুল দিয়ে ঘর ঝাড়ু দেয় ....তারপর চুল দিয়া ডাইনীবুড়িদের ধরে ঝুলায় রাখে...তারপর যখন ঐ ছেলেটা আসে তাকেও বেধে রাখে....তারপর শেষে ছেলেটা রাগ করে চুল গুলা কেটে দেয় !!!! !! (Tangled যারা দেখেছেন তারা হয়তো বুঝবেন কি কাহিনী কি হয়া গেসে ! ) দুপুরে খাওয়ার পর পিচ্চি এসে আবদার করল গল্প বলতে ! আমি বল্লাম গল্প পারি না... পিচ্চি বলে "তুমি পারো না ??? আমি পারি ! দাড়াও আমিই তোমাকে গল্প শুনাইতেসি " পিচ্চির শোনানো গল্প: লিটেল রেড হেন্ডারু (রাইডিং হুড হবে!! ) ! একটা মেয়ে ছিল লাল টুপি পরতো আর সব লাল লাল পরত! ওর নাম লিটেল রেড হেন্ডারু...একদিন লিটেল রেড হেন্ড..ওর আম্মু কে যেয়ে বলসে আম্মু আমি একটু নানি কে দেখে আসি...কেক বানায় দাও... তারপর কেক নিয়া লিটেল রেড যাইতেসে জন্গলের ভিতর দিয়ে..তারপর না এট্টা শিয়াল কেক টা দেখসে তারপর বলে কি...কই যাও লিটেল রেড হেন্ডারু?তারপর ও বলসে নানির কাসে...টারপর শিয়াল টা যেয়ে করসে কি ওর নানির বাসায় চাদর দিয়ে শুয়ে পরসে...আর যখন লিটেল রেড গেসে তাকে বলসে কেক টা রেকে চলে যাও... মমমম...তারপর লিটেল রেড চলে আসছে বাসায়... লিটেল রেড হেন্ডারুর একটা ছোটো বোন ছিল...ওর নাম হেন্ড রাইটিং ( ) !!! হিহি নাম টা কেমন পচা না ?! তারপর লিটেল রেড আরেকদিন গেসে হেন্ড রাইটিং কে নিয়া নানির বাসায়..ঐদিন না গোবর দিয়া কেক বানায় নিয়া গেসিলো...ঐদিন যখন শিয়াল টা পরে কেক খায় ...খেয়ে ওয়েক ওয়েক বমি করে...তারপর মমমমম..গল্প শেষ! অতঃপর আমাকে এরকম আরো ৪ টা গল্প শুনাইসিল পিচ্চি ...হেন্ড রাইটিং (! )এর গল্পটাই শুধু শেয়ার করলাম !! গল্প শোনার মাঝে আম্মু আমদের কে ওভাল্টিন দিতে আসলো...পিচ্চি অত্যন্ত গম্ভীর ভাবে আম্মু কে জানাইলো..."চাচী এখন দিয়েন না আমি এই পিচ্চি টা কে গল্প শুনায় আসতেসি তারপর ওভাল্টিন খাবো !!" পিচ্চি যে কেন আমাকে উল্টা পিচ্চি বলে ডাকে এইটা আজও বুঝলাম না ! এত দুষ্ট! তবুও আমদের সবচেয়ে আদরের পিচ্চি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.