আমাদের কথা খুঁজে নিন

   

শেষ আটে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত



ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮০ রানের সহজ জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করল স্বাগতিক ভারত। ভারতের ছুঁড়ে দেওয়া ২৬৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ১৮৮ রানেই গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ পর্বের দ্বিতীয় স্থানে থাকার ফলে এখন শেষ আটে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ধোনি বাহিনী। ৩০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৫৪ রান সংগ্রহ করে জমজমাট লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল উইন্ডিজ। কিন্তু মিডল অর্ডারের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮০ রানের সহজ জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করল স্বাগতিক ভারত।

ভারতের ছুঁড়ে দেওয়া ২৬৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ১৮৮ রানেই গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ পর্বের দ্বিতীয় স্থানে থাকার ফলে এখন শেষ আটে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ধোনি বাহিনী। ৩০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৫৪ রান সংগ্রহ করে জমজমাট লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল উইন্ডিজ। কিন্তু মিডল অর্ডারের ভয়াবহ ব্যাটিং ব্যর্থতায় শেষপর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। ১৫৪ রানের পর স্কোরবোর্ডে মাত্র ৩৪ রান যোগ করতেই ফিরে গেছেন বাকি ৭জন উইন্ডিজ ব্যাটসম্যান।

মাত্র ৩১ রানের মাথায় ওপেনার ক্রিক এডওয়ার্ডের উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ৫৭ রানের জুটি গড়ে ঘুরে দাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন ডেভন স্মিথ ও ড্যারেন ব্রাভো। কিন্তু ১৭তম ওভারে ব্রাভোকে ফিরিয়ে দিয়ে ভারতকে খেলায় ফিরিয়েছিলেন সুরেশ রায়না। ২২ রান করে আউট হয়েছেন ব্রাভো। তৃতীয় উইকেটে আবার ৬৩ রানের জুটি গড়েছিলেন স্মিথ ও সারওয়ান। ৩১তম ওভারে ক্রমাগত বিপদজনক হয়ে ওঠা এই জুটি ভেঙ্গে ভারতের জয়ের আশা জাগিয়ে তুলেছেন জহির খান।

৯৭ বলে ৮১ রানের চমতকার এক ইনিংস খেলে ফিরে গেছেন স্মিথ। এরপরই শুরু হয় উইন্ডিজের ব্যাটিং বিপর্যয়। যুবরাজ টানা দুই ওভারে থমাস ও আন্দ্রে রাসেলের উইকেট। রান্‌আউটের শিকার হয়েছন অধিনায়ক ড্যারেন স্যামি। তিনটি উইকেট নিয়েছেন জহির খান।

দুইটি করে উইকেট পেয়েছেন যুবরাজ সিং ও রবিচন্দ্রন আশ্বিন। ১১৩ রানের অনবদ্য ইনিংস খেলার পর বল হাতেও দুইটি উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন যুবরাজ সিং।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।