আমাদের কথা খুঁজে নিন

   

কংক্রিট ভালবাসা গলেছে, ব্যক্তিত্বের চাবুকে খসে পড়ছে মায়ার আস্তরণ।

ট্রেনের নিচে গলাকাটা লাশটা আমার'ই হয়ত, ডাস্টবিনের গন্ধে তুস্টি খুজেছিলাম, পাইনি।

ময়ূর ও ময়ূরী- ০৫ তোমার আমার রঙিন ঘর ফার্ন-ছত্রাকের অবাধ আবাস, অস্তগামী প্রেমের তীব্র গোঙানি বেদনার বালিসে ব্যর্থ অশ্রু। মিছেমিছি খুঁড়ছো ব্যবধানের পুকুর, রংচটা ভালবাসা এবার করছো ঘোলা, ফুসফুসে জমেছে ক্ষোভের আলকাতরা, পঙ্গু মন ভাঁজ খুলেছে অক্সিজেনের আশায়। গত হওয়া মিলনের জলসা ফিকে হয়েছে, পালাচ্ছে রকেট গতির আনবিক ভালবাসা, বস্তায় ভরেছ অপ্রাপ্তির ময়দা, বুঝেছি ভালবাসার তীব্রতা সময়ের ফাংশন। ছিলনা কোন হৃদয়ের দালাল, ছিলনা অবিশ্বাসের ঘের এ জীবন্ত পোনা, তবুও কংক্রিট ভালবাসা গলেছে, ব্যক্তিত্বের চাবুকে খসে পড়ছে মায়ার আস্তরণ। ১৬.০২.২০১১ইং তংইয়ং, কোরিয়া

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।