ভালো ..তবে কালো
সম্প্রতি যুক্তরাজ্যের গবেষকরা ব্যাকটেরিয়া থেকে আঠা তৈরির নতুন এক পদ্ধতি উদ্ভাবন করেছেন যা দিয়ে কোনো কংক্রিটের ফাটল খুব মসৃণভাবে জোড়া লাগিয়ে দেয়া সম্ভব বলেই তারা দাবি করেছেন। খবর টেলিগ্রাফ অনলাইনের।
গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ব্যাসিলা ফিলা নামের ব্যাকটেরিয়া থেকে তৈরি হয় আঠা। ব্যাকটেরিয়া থেকে তৈরি এই আঠা ব্যবহারে ভবনের যে কোনো ফাটলকে জোড়া লাগানো সম্ভব, পাশাপাশি এই ব্যকটেরিয়া ভবনের ফেটে যাওয়া অংশেই কালচার করা সম্ভব।
গবেষক ড. জেনিফার হ্যালিনান জানিয়েছেন, মানব সৃষ্ট কার্বন ডাই অক্সাইডের শতকরা ৫ ভাগ তৈরি হয় এ ধরনের কংক্রিট তৈরির পদ্ধতি থেকে।
তাই কংক্রিটের বদলে এই পদ্ধতিতে পরিবেশদূষণ কমবে পাশাপাশি ভূমিকম্পপ্রবণ এলাকাতে এই ব্যাকটেরিয়া উদ্ভাবিত আঠা অনেক বেশী কার্যকর হবে।
গবেষকরা জানিয়েছেন, জেনেটিক্যালি মডিফাইড ব্যাসিলা ফিলা স্পোরগুলো তখনই গাঁজন শুরু করে যখন বস্তুগুলো একটি নির্দিষ্ট পিএইচ মানে পৌছায়। স্পোরগুলোতে স্ব-বিধ্বংসী জিন রয়েছে অর্থাৎ প্রকৃতিতে এদের পক্ষে টিকে থাকা সম্ভব হয় না।
গবেষকরা আরো জানিয়েছেন, এই গাজন প্রক্রিয়া শুরু হলেই কনক্রিট জোড়া লাগা শুরু করে। প্রক্রিয়াটি শুরু হয় ব্যাক্টেরিয়াগুলো ফটলের তলায় গিয়ে জড়ো হতে থাকলে।
এই জড়ো হওয়া ব্যাক্টেরিয়াগুলোই জোড়া লাগার উপাদান হিসেবে কাজ করে। এই সেলগুলোকে তিন ভাগে ভাগ করা যায়, এক ধরনের সেল ক্যালসিয়াম কার্বনেটের স্ফটিক তৈরি করে, আরেক ধরনের সেল ফাইবার জাল তৈরি করে। আর তৃতীয় প্রকারের সেল গ্লু তৈরি করে যা এই ফাটল জোড়া লাগায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।