সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে,
তলের বিড়াল বেরিয়ে আসছে, তারা এখন মুখ খুলতে শুরু করেছেন। ধীরে ধীরে হয়তো আরো অনেক গোপন তথ্যই বেরিয়ে আসবে।
মাশরাফি বিন মুর্তজা বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পর কেঁদে ছিলেন। একদিন আক্ষেপ করে বলেছিলেন ‘আমার জীবনের সব চেয়ে বড় দুঃখ দেশের মাটিতে বিশ্বকাপ খেলতে না পারা’।
বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার এক ঘণ্টা পর ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের উপলব্ধি হয়েছে মাশরাফির বিশ্বকাপ দলে না থাকায় বড় ক্ষতি হয়ে গেছে।
বিসিবি পরিচালক দেওয়ান শফিউল আরেফিন শনিবার বাংলানিউজকে বলেন, “সাকিব আল হাসান এবং জেমি সিডন্সের আপত্তির মুখে ১৫ সদস্যের দলে নেওয়া সম্ভব হয়নি মাশরাফিকে। ”
অনেক ক্ষোভ জমে আছে কর্মকর্তাদের মনে। বিশ্বকাপের খেলা চলতে থাকায় এতদিন বিষয়টিকে চেপে রেখেছেন প্রত্যেকে। তারা এখন মুখ খুলতে শুরু করেছেন। ধীরে ধীরে হয়তো আরো অনেক গোপন তথ্যই বেরিয়ে আসবে।
বাংলা নিউজ ২০/০৩/১১
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।