আমাদের কথা খুঁজে নিন

   

“সাকিব আল হাসান এবং জেমি সিডন্সের আপত্তির মুখে ১৫ সদস্যের দলে নেওয়া সম্ভব হয়নি মাশরাফিকে। এই খবর এতদিন কই আছিলো মামা

আমার কমেন্টস ব্যান করে দিছে তাই নিজের পোস্ট ছাড়া কাউকে কমেন্টস দিতে পারছিনা

হারলেই দেখি সব আবাল মার্কা নিউজ বের হয় । তাও আবার এই নিউজ এসেছে বসুন্ধরা গ্রুপের বাঙলানিউজ২৪ ডট কম থেকে যাদের কাজই খবরকে রং দেওয়া । সাকিব আল হাসান এবং জেমি সিডন্সের আপত্তির মুখে ১৫ সদস্যের দলে নেওয়া সম্ভব হয়নি মাশরাফিকে।”.....দেওয়ান শফিউল আরেফিন বিসিবির পরিচালক উনি একজন বিসিবির পরিচালক যিনি এই কথা বলেছেন এখন এক উটপোদ শুভ আশরাফুলকে দলে ঢুকাই দিলো আর বিসিবির কর্মকর্তারা মাশরাফিকে পারলোনা বিশ্বাসযোগ্য মনে হচ্ছেনা । ব্যাপারটা এমন, সুরন্জিত সেন এর বাধার মুখে দেশে পেপ্যাল চালু করতে পারিনি -শেখ হাসিনা বাংলাদেশের প্রধান মন্তী আর মাশরাফির কি ধার এতই কমে গেছে ১০০ভাগ ফিট থাকার পর সে দলে ঢুকতে পারেনা ?? মাশরাফিতো কলাম লেখে সেতো কিছুই বললোনা কোন কলামে এমনকি এতদিন কোন পেপারেও কেন আভাস আসেনাই এই সম্পর্কে । এইসব পেপার থেকে আমাদের দুরে থাকাই ভালো এরা অকারণে কালের কন্ঠৈর মতো পেনিক সৃষ্টি করার চেষ্টা করে । আমাদের দুভাগ্য আমরা বাদ পড়ছি এতটুকুই এইসব সমালোচনা তখনই বের হয় যখন সেগুলো আর যাচাই করার সুযোগ থাকেনা । এখন আনফিট মাশরাফিকে দলে নিতো এক ম্যাচে বলিং করে ১ বছরের জন্য ইনজুরিতে পড়তো তখন কথা উঠতো সাকিব আর সিডন্স মাশরাফিকে চিরতরে বাদ দেবার পায়তারা করে ই্ কাজ করছে । দয়া করে এই ধরনের আবাল মার্কা পেপার থেকে সবাই দুরে থাকেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.