তিনদিনের হরতাল আজ অতিবাহিত হল।জামায়াত পর পর দুদিন সাথে বিএনপি একদিন,কিন্ত এই হরতালে কোনদলের কি ফায়দা হয়েছে? শুধুমাত্র আমাদেরমতো হতভাগা সাধারনের ক্ষতি ছাড়া।এভাবে লাগাতার হরতাল কোনদেশে কি আছে? আছে কি সাধারন মানুষ মেরে নিজের জেদ বজায় রাখার কোন নজির? যারা রাজনীতি করেন তারা কি সাধারন মানুষের কথা একটুও চিন্তা করবেন না? আদৌ করেন কিনা? মার্চ মাস চলছে, প্রত্যেক স্কুলে পড়াশুনার কি অবস্থা, বলাতো হচ্ছে স্কুল খোলা থাকবে,কিন্তু কটা বাচ্চা স্কুলে যেতে পারছে?বাচ্চারা ঠিকমতো স্কুলে যেতে পারছে না,কোন ভরসায় হরতালের মাঝে স্কুলে যাবে?বাচ্চাটার যদি কোন ক্ষতি হয়,সে দায়তো কোন দল বা সরকার নেবে না।এবার যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদের ভোগান্তি পোয়াতে পোয়াতে পরীক্ষা শেষ হবে।এরপর রয়েছে বাজারের ব্যাপার।রাজনীতিবিদরা কি হরতালের মাঝে বাজারে গিয়ে দেখেছেন বাজারের কি অবস্থা?বাজারে পণ্যের মূল্য আকাশের সর্ব চুড়ায় গিয়ে পৌছেছে।বাঙালীর ভাগ্য আর ফিরল না।প্রতিবাদ করারও সাহস নেই।আমরা এখন জিম্মি জীবনযাপন করছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।