মঙ্গলবার গভীর রাতে বলিহার গ্রামে এ ঘটনায় নিহত শরীফ উদ্দিন (৩৫) উপজেলার চক আমোদপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
বুধবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার পর থেকে ওই গ্রামের লোকজন গা-ঢাকা দিয়েছে বলে জানায় পুলিশ।
বাঘা থানার ওসি আবুল খায়ের জানান, গভীর রাতে শরীফ বলিহার গ্রামের শাহবাজের বাড়ির বেড়া কেটে একটি সাইকেল চুরি করেন। পালানোর সময় বাড়ির লোকজন চিৎকার শুরু করলে গ্রামবাসী শরীফকে ধরে পিটুনি দেয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।