অ্যামেরিকান আইডলের কল্যাণে এখন রমরমা ব্যবসা করছে মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নেটওয়ার্ক৷ আর এই অনুষ্ঠানের জনপ্রিয়তা এতোটাই তুঙ্গে যে, লাখ লাখ ডলার আয় হচ্ছে অনুষ্ঠানের আগে ও মধ্যভাগে, মাত্র ত্রিশ মিনিটে৷
কত টাকা হতে পারে এই অংক? প্রশ্নটার উত্তর দিয়ে দিয়েছে অর্থনীতি বিষয়ক ম্যাগাজিন ফোর্বস৷ গত বছরে মার্কিন টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত অনুষ্ঠানকে কেন্দ্র করে বিজ্ঞাপনে কত আয় হয়েছে সে সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করেছে এই ম্যাগাজিন৷
ফোর্বস বলছে, ২০১০ সালে ‘অ্যামেরিকান আইডল' প্রচারের সময়ে প্রতি আধ ঘন্টায় ফক্স চ্যানেলের বিজ্ঞাপন থেকে আয় হয়েছে ৭ দশমিক ১১ মিলিয়ন মার্কিন ডলার৷ আর এই অনুষ্ঠানকে ‘টাকার মেশিন' বলেই উল্লেখ করছে কেউ কেউ!
এর পরেই আছে সিবিএস টেলিভিশনে প্রচারিত কমেডি অনুষ্ঠান ‘টু অ্যান্ড এ হাফ মেন'৷ ওতে তারা পেয়েছে, প্রতি আধ ঘন্টায় ২ দশমিক ৮৯ মিলিয়ন মার্কিন ডলার৷ এরপরেই আছে এবিসি টেলিভিশনের ‘ডেসপারেট হাউজওয়াইভস', তাদের কল্যাণে আয় হয়েছে প্রতি ত্রিশ মিনিটে ২ দশমিক ৭৪ মিলিয়ন ডলার৷
ফোর্বস এই প্রতিবেদনটি উপস্থাপন করেছে কানতার মিডিয়ার জরিপের উপর ভিত্তি করে, এই প্রতিষ্ঠান টেলিভিশনের প্রাইম টাইমের অনুষ্ঠানের আয় রোজগার ইত্যাদির ওপর নিয়মিত চোখ রাখে৷
অ্যামেরিকান আইডল প্রতিযোগিতায় প্রতিযোগীরা নির্বাচিত হন দর্শকদের ভোটের মাধ্যমে৷ আর এর আদলে বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন স্থানে অনুষ্ঠান করছে অনেকগুলো টিভি চ্যানেল৷
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।