আমাদের কথা খুঁজে নিন

   

অ্যামেরিকান ফিজিক্যাল সোসাইটি এ্যাওয়ার্ড পেলেন ড. সুলতানা নুরুন নাহার

মনিরুল ইসলাম মনি, কলম্বাস ওহাইও থেকে ওহাইও স্টেট ইউনিভার্সিটির এস্ট্রোনমির প্রফেসর বাংলাদেশী অ্যামেরিকান ড. সুলতানা নুরুন নাহার সম্প্রতি অ্যামেরিকান ফিজিক্যাল সোসাইটি এ্যাওয়ার্ড ২০১৩ লাভ করেছেন। ফোরাম অফ ইন্টারন্যাশনাল ফিজিক্স প্রবর্তিত এই এ্যাওয়ার্ড প্রতি ২ বছর পরপর প্রদান করা হয়। সংস্থাটির ওয়েবসাইটে এই এ্যাওয়ার্ড এর ঘোষণা প্রকাশিত হয়েছে, এবং ড. সুলতানা নুরুন নাহারকেও তার এই এ্যাওয়ার্ড প্রাপ্তির বিষয়টি চিঠির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। পরবর্তীতে অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে আই এ্যাওয়ার্ড তুলে দেয়া হবে বলে চিঠিতে জানানো হয়েছে বলে জানান। ড. নাহার মুসলিম নারী বিজ্ঞানীদের রোল মডেল হিসাবেও তাকে উল্লেখ করা হয়েছে।

পদার্থবিদ্যা গবেষণায় বিশেষ অবদানের জন্য, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলিতে পদার্থবিদ্যা শিক্ষা ও গবেষণা সম্প্রসারিত করার ক্ষেত্রে তার প্রচেষ্টার জন্য তাকে এই সম্মানজনক এ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। এই পর্যন্ত আমেরিকাসহ পৃথিবীর অনেক দেশের জার্নালে তার গবেষণার বিষয়ে আর্টিকেল প্রকাশিত হয়েছে এবং অসংখ্য পদকে তিনি ভূষিত হয়েছেন। ড. সুলতানা নাহার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৭ সালে ফিজিক্স অনার্সে প্রথম শ্রেণীতে প্রথম ও ১৯৭৯ সালে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। এরপর আমেরিকার মিশিগানের ওয়ায়নে ষ্টেট ইউনিভার্সিটি থেকে ১৯৮২ সালে মাস্টার্স ও ১৯৮৭ সালে পি এইচ ডি ডিগ্রী অর্জন করেন। ১৯৯৩ সাল থেকে তিনি অহিও ষ্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা ও গবেষণা সুরু করেন।

মিষ্টিভাষী ড. সুলতানা নুরুন নাহার বাংলাদেশী কমিউনিটিতে কেয়া আপা নামেই পরিচিত, তার এই সম্মান প্রাপ্তিতে বাংলাদেশী কমিউনিটি তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে । তথ্যসূত্র- Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।