আমাদের কথা খুঁজে নিন

   

সত্তর আশি নব্বইয়ের দশকের রাজনৈতিক শ্লোগান গুলো জড়ো করছি। মনে থাকলে দিন না দুই-একটা!

...

রাজনীতির ধারা পালটে যাচ্ছে সময়ের সাথে। এখন আন্দোলন হয় ফেসবুকে। স্বৈরাচারের গদি উল্টে যায় টুইটারে। আর ঘোষনা দিয়ে ডিজিটাল করণে এই জনপদেরও গন্তব্য সেইদিকে, বলার অপেক্ষা রাখেনা। ধীরে ধীরে অপ্রচলিত হতে থাকা রাজপথ কাঁপানো শ্লোগানগুলো ধরে রাখতে ইচ্ছা হল।

১)অমুক ভায়ের আগমণ, শুভেচ্ছা স্বাগতম! ২)অমুক ভায়ের দু'নয়ন, এলাকার উন্নয়ন। ৩)অমুক ভায়ের চরিত্র ফুলের মত পবিত্র। ৪)অমুক ভায়ের সালাম নিন, তমুক মার্কায় ভোট দিন। ৫)অমুক তুমি এগিয়ে চল, আমরা আছি তোমার সাথে। ৬) অমুক ভায়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে।

৭)এক দফা এক দাবী, অমুক তুই কবে যাবি! ৮)অমুকের চামড়া তুলে নিব আমরা! আর মনে নাই আপাতত। নতুন থাকলে দিন না! শেষ চিঠি বলেছেন:সারা বাংলার ধানের শিষে, জিয়া তুমি আছো মিশে কে বলেরে জিয়া নাই, জিয়া মোদের ফালু ভাই.. মুক্ত মণ বলেছেন: হাসিনা'রে হাসিনা, তোর কথায় নাচিনা তোর কথায় নাইচ্চা.. দ্যাশ ফালাইলাম বেইচ্চা। অনন্ত জীবন বলেছেন: আশিকুর ভাই থাকতে কাছে ভোট দেব না কলার গাছে। কর্ন বলেছেন: নৌকায় হাইগা দিস, ধানের শীষে পুটু মুছিস ক্ষত্রিয় বলেছেন: অমুক মারার হাতিয়ার,গর্জে উঠুক আরেকবার সবাক বলেছেন: "জমি দিছে আল্লায় ধান মাপো পাল্লায়" "নৌকার কোণা হুঁইচ্ছা (সূচালো) এরশাদ ভাইয়া লুইচ্চা" মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক। হৈ হৈ রৈ রৈ ......... চোরা গেল কৈ।

ও...... ফুলমতি তোর কপালে দূর্গতি। লা ইলাহা ইল্লাল্লাহ .........এর মালিক তুই আল্লাহ। ..........ভাই এর হুলিয়া নিতে হবে তুলিয়া। রুশ ভারতের দালালেরা হুশিয়ার সাবধান। নারায়ে তাকবির আল্লাহু আকবার।

জয়.... বাংলা জয়..... বঙ্গবন্ধু। সারা বাংলার ধানের শীষে জিয়া তুমি আছো মিশে। আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল। কে বলেরে মুজিব নাই মুজিব আছে বাংলায়। পল্লি বন্ধু এরশাদ জিন্দাবাদ জিন্দাবাদ।

একশান একশান ডাইরেক্ট একশান। একটা দুইটা ......ধর ধইরা ধইরা নাস্তা! কর। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও। ..........এর চামচারা হুশিয়ার সাবধান। ........এর আস্তানা বাংলাদেশে রাখবো না।

........এর গদিতে আগুন জ্বালো একসাথে। দুনিয়ার মজদুর এক হও। লড়াই লড়াই লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই। বাঁধা দিলে লাগবে লড়াই এ লড়াই এ জিততে চাই। বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব।

আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। শিক্ষা আমার অধিকার এ অধিকার সবার চাই। ভাত কাপড় বাসস্থান ইসলাম দেবে সমাধান। উদাসীফাহিম বলেছেন: শিক্ষা ঐক্ষ্য প্রগতি, ছাত্রদলের মূলনীতি।

অস্ত্র জমা দিয়েছ, ট্রেনিং জমা দেইনি। অমুক ভাই আসছে, রাজপথ কাপছে। গ্যাস দে পানি দে, নইলে গদি ছেড়ে দে। বিনা মুল্যে সার চাই, নইলে তোর রক্ষা নাই দেখি শুনি বলি বলেছেন: দেশ গড়েছেন শহীদ জিয়া, নেত্রী মোদের খালেদা জিয়া যতদিন রবে পদ্মা, মেঘনা, যমুনা বহমান, ততদিন রবে শেখ মুজিবুর রহমান। মামুন হতভাগা বলেছেন: কান কাটা রমজান এরশাদের অপর নাম.... রাজাকারের দুই গালে জুতা মার তালে তালে.... সিইসি আজিজজ্যা চেয়ার ছাড় চেয়ার কি তোর বাপ দাদার...... খালেদা-তারেক মিল্লা দেশ খাইল গিল্লা... গোআযম বলো,সাকা বলো কিছু রবে নারে সব রাজাকার ভাইসা যাইব বংগোপসাগরে..... ৭১ এর চেতনা মুছে যেতে দেবনা..... একাত্তুরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার..... গুআযম-সাকা ভাই ভাই এক দড়িতে ফাসি চাই... রাজাকারের সাপোর্ট করিস না পিঠের চামড়া থাকবেনা... মুজিব আমার মুজিব আমার চেতনা.... পদ্মা মেঘনা যমুনা,তোমার আমার ঠিকানা.... হৈ হৈ রৈ রৈ ,রাজাকাররা গেলি কই???? দিয়েছিত রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায়,ভেসে যাবে অন্যায়...... স্বাধীকার বলেছেন: এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া লড়াই করে।

যে জিয়া জনতার সেই জিয়া মরে নাই। খালেদা জিয়া ভয় নাই রাজপথ ছাড়ি নাই। টেকনাফ থেকে তেতঁলিয়া সবাই বলে শহীদ জিয়া রূপসা থেকে পাথুরিয়া সবাই বলে শহীদ জিয়া। সারা বাংলার ধানের শিষে জিয়া তুমি আছো মিশে। রুশ ভারতের দালালেরা হুশিয়ার সাবধান।

গোলাম আযম সাইদী বাংলার ইহুদী। গ্যাস দে পানি দে নইলে গদি ছেড়ে দে। মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। মামুন হতভাগা বলেছেন: তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা..... জামায়াতের কোলে বিএনপি ঝোলে....... জাতির জনক শেখ মুজিব লও লও লও সালাম..... শুনলে মোদের হাসি পায় বিএনপি রাজাকারের বিচার চায়...... মুজিবের বাংলায়,রাজাকারের ঠাই নাই.... রক্তে পাওয়া বাংলা,রক্ত দিয়ে রাখব..... নীল বরফ বলেছেন: সোনার বাংলা সোনার দেশ সোনার ছেলেরা করলো শেষ। এটা বিনপি বলতো।

সোনার বাংলা সোনার দেশ জোট সরকার করলো শেষ। এটা বাল বলতো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.