বুধবার রংপুরের পীরগঞ্জে এক জনসভায় শেখ হাসিনা বলেন, শিক্ষা, চিকিৎসাসহ সব ক্ষেত্রে উন্নয়ন ও অগ্রগতির কাজ করছে সরকার। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতেই আওয়ামী লীগকে আবার জয়যুক্ত করতে হবে।
আগামীবার ক্ষমতায় এসে অসমাপ্ত সব কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এর মধ্য দিয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হবে।
পীরগঞ্জ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বিএনপি, জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামের সমালোচনা করেন শেখ হাসিনা।
তিনি বলেন, বিরোধী দলীয় নেতার ছেলেরা বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছে।
তা এখন ফিরিয়ে আনা হচ্ছে।
জাতীয় মসনজিদ বায়তুল মোকাররমে কোরআন আগুন দেয়ার ঘটনায় জামায়াত, বিএনপি ও হেফাজত কর্মীদের সমালোচনা করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “কোরআন পুড়িয়ে এখন তারা আবার আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা মসজিদে মসজিদে গিয়ে বলছে, দেশের সব ইমাম-মুয়াজ্জিনকে হত্যা করা হয়েছে। ”
ওই প্রচারণা পুরোপুরি ‘মিথ্যাচার’ মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “মসজিদে দাঁড়িয়ে যারা মিথ্যাচার করে তারা মুসলমান নয়।
”
মসজিদে যাতে কেউ মিথ্যাচার করতে না পারে সেজন্য ওলামা-মাশায়েখসহ সবার প্রতি আহ্বান জানান তিনি।
পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা থেকে কাঁচদহঘাটে করতোয়া নদীর ওপর নির্মিত ওয়াজেদ মিয়া সেতু, জেলা পরিষদ ডাকবাংলো এবং রংপুর নগরীতে নির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন এবং কয়েকটি উন্নয়ন কর্মকাণ্ডের ভিত্তিস্থাপন করেন প্রধানমন্ত্রী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।