পরিশ্রমি, জেদি, লক্ষ্যভ্রষ্ট হওয়া আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় ... ইউনিভার্সিটি সাধারনত জুন মাস বন্ধ থাকে .। এই বন্ধ যে সব আমাদের বন্ধুগন ভাল ছাত্র বলে আমরা মনে করি,অর্থাৎ সারাবছর বই এর অক্ষরের ভেতর ডুব দিয়ে থাকে তাদের জন্য অতি আনন্দের .। কিন্তু আমরা যারা আছি আমরা বুজতেও পারিনা বছর এ কোন মাস জ়ুন আর কোন মাস কি !! আমাদের কাছে বছর এর ১১ মাস-ই গ্রীষ্ম..তাই সারাবছর-ই ভ্যাকাশন .!! আর যখনি পরীক্ষা নাকের ডগায় আসে আমাদের ভ্যাকাশন শেষ হয় .!!! জুলাই এর ৪ তারিখ থেকে পরীক্ষা শুরু .।. আমাদের বাৎসরিক ( প্রায়) ভ্যাকাশন ও শেষ ..!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।