আমার আগের নিকে নামের মধ্যে ভুল হয়েছিল, শুদ্ধ করে আসলাম নুতুন নিকে
জাপানের আনবিক চুল্লির রেডিয়েশন থামানোর জন্য একদল কর্মজীবি, নিজে্দের জীবন বাজি রেখে সংগ্রাম করে চলছে। তারা পাওয়ার প্লেন্টকে ঠান্ডা রাখার জন্য শেষ চেষ্টা গুলি সম্পন্ন করছে। রেডিয়েশন মারাত্বক পর্যায়ের তাই এরা যে বেঁচে থাকবে কি না তার কোন ঠিক নেই। বেঁচে থাকলেও রেডিয়েশন ক্যান্সার সহ বিভিন্ন সমস্যা সৃষ্টি করবে। তবুও তারা নিজের দেশের মানুষের কথা চিন্তা করে নিরলস কাজ করে যাচ্ছে।
এদের অনেকের ই চাকরি জীবন প্রায় শেষ, হয়ত সামনের বছরই ছিল শেষ বছর। "আমি শুধু দোয়া করতে পারি সবার জন্য, দয়াকরে ভুলো না, কিছু লোক কাজ করে যাচ্ছে নিজের জীবনের বিনিময়ে সবার জীবন বাঁচানোর জন্য" এভাবেই স্যালুট দিলেন জাপানের প্রধান মন্ত্রী। কোন কোন শ্রমিক গুড বাই বলে তাদের পরিবারের কাছে থেকে বিদায় নিয়েছে, ইমেইল কিংবা অন্য কোন মাধ্যমে। এখন যুগাযোগ বিচ্ছিন্ন প্রায়।
একজন শ্রমিক ব্লগে লিখেছিলেন "আনবিক চুল্লির সবাই যুদ্ধ করতেছে পালানোর বদলে" ।
একজন তার স্ত্রীকে মেসেইজ দিয়েছিলেন, "তুমি ভাল করে জীবন চালাও, আমার বাড়ি আসতে একটু দেরী হবে" কে বলতে পারে আর হয়ত সে ফিরে আসবে না। ন্যাশনাল টিভিতে একজন মেয়ে তার বাবার কথা বলছিল "প্লেন্টে আমার বাবা এখন কাজ করছেন। সে বলেছে সে তার ভাগ্য কে মেনে নিয়েছে। প্রায় মৃত্য সংবাদের মত। " একজন শ্রমিল লিখেছিল, "দেখতেছি আমার সাথী কর্মিরা জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে, আমি টেপকো এর সদস্য হয়ে প্রাউওড ফিল করছি।
" এক মেয়ে টুইটারে, "আমার বাবা এখনও পাওয়ার প্লেন্টে, সে তোমাদের জন্য মরতে যাচ্ছে, বাবা প্লিজ কাম বেক"।
সামুরাইদের জন্য "লাল গোলাপ"
আমাদের দেশেও এ রকম বহু মানুষ আছেন, যুদ্ধে ই যেমন সৈনিকের পরিচয় বের হয়(এক কাজাকিস্থানের সিনামায় শুনেছিলাম), ঠিক তেমনি সময়ে এদের পরিচয় বের করে দিবে।
রেফারেন্সঃ
কিছু স্থানীয় পত্রিকা, ও নিচের লিংক গুলি
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
(এত গুলি রেফারেন্সের জন্য দুঃখিত, যেখান থেকে খবর পেয়েছি, তা সকল গুলিই দিয়েছি)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।