চোখের জলে কবিতা লিখছি
কিন্তু আমার চোখের জলের কি হয়েছে?
তোমার জন্য হৃদয় হারানো
আমার এই নির্বাক অভিমান
আমাকে বড্ড বেশি কষ্ট দিচ্ছে।
জীবনের প্রতিটি ক্ষনে ক্ষনে
আমি উপলব্ধি করছি তোমাকে।
আমি বুঝছি আমার বুকে কত শত নির্বাক কষ্ট
তিলে তিলে প্রতিদিন আমাকে নিঃশেষ করে দিচ্ছে।
আবার
মাঝে মাঝে রাগ হচ্ছে তোমার উপর
কেন তুমি অন্যের জন্য অপেক্ষা করছো প্রতিদিন?
কেন আমাকে এত কঠিন শাসনে দুরে ঠেলে দিলে?
কার জন্য এসব করছো তুমি?
কেন প্রতিদিন তুমি দাফন করছো আমার সত্তাকে?
আমার এক-একটি স্বপ্নকে?
আজ আমার বড় বেশি কষ্ট হচ্ছে
আর দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে জল।
হয়তো একদিন সন্ধার অন্ধকারের ফাকে
লুটিয়ে পড়ব আমি এই ধরনীর পড়ে
তখন চোখ বেয়ে জল গড়িয়ে পড়বে সেথায়
তোমার অজান্তে গোপনে.............
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।