আমার ভূবনে স্বাগতম
টাইগারদের সামনে আর কোনো উপায় নেই ম্যাচটা জেতা ছাড়া। আমার কিন্তু বেশ থ্রিলিং লাগছে। এই প্রথম বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে যাবে কারো উপর নির্ভর করা ছাড়াই। অনেক বড় বড় ক্রিকেট বোদ্ধারা যারা টিভিতে টক শো তে বড় বড় কথা বলেন বর্তমান খেলোয়ারদের সম্পর্কে, তাদের বলছি: একটু নিজেদের সময়ের কথা ভাবুন, কি করেছিলেন যখন নিজেরা ছিলেন মাঠে? সুবিধা কিন্তু তখনো পেয়েছেন? খেলায় হার জিত থাকবেই, কিন্তু তাই বলে সরাসরি উস্কানি মূলক কথাবার্তা বলাটা একেবারেই ঠিক না। পারলে নভজোত সিং সিধুর পিন্ডি চটকান, যা বলে যাচ্ছে, তাতে তো দেখলাম না আপনাদের মতো জাত ক্রিকেটার রা আইসিসি তে কোন নালিশ করলেন। সাধারন দর্শকরাই নালিশ করলো এবং কাজ্ও হলো তাতে। কাজেই জাতীয় দলের পাশে থাকুন আর প্রতিটি জয় উপভোগ করুন গর্বের সাথে। হারলে না হয় ভেবে নেবেন যে ছোট বাচ্চারা কি খেলাটাই না খেললো, যদি্ও বুড়ো ভাম গুলোর সাথে জিততে পারলো না, তাতে কি, একদিন ঠিকই বিশ্বকাপটা বাংলাদেশেই নিয়ে আসবে ্ওরা । শুভকামনা রইলো বাংলাদেশ ক্রিকেট টীমের জন্য।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।