এখনকার ছেলে মেয়েরা স্কুল কলেজে বিভিন্ন পরীহ্মা দেয়।
তবে তাদের কাছে পরীহ্মা দেয়ার চেয়ে ফেসবুকের প্রতি আগ্রহই বেশি।
ধরা যাক কয়েক বছর পর শিহ্মকেরা দেখলেন ছাত্র ছাত্রীদের ফেসবুকের কারনে স্কুল কলেজে আসা কমিয়ে দিয়েছে। তখন তারা সিদ্ধান্ত নিলেন যে এখন থেকে পরীহ্মা গুলো ফেসবুকে নেয়া হবে। তখন তারা সেই পড়ীহ্মার জন্য কি কি নিয়ম কানুন বাস্তবায়ন করতে পারে তা দেখে আসি।
……………………………………………………………………..
সুস্থ ধারার ডিজিটাল পরীহ্মা ফেসবুক ভার্সন -২০২০:
নিয়ম কানুনঃ
১: একের অধিক ট্যাব খোলা যাবেনা।
২: ওয়েবক্যাম ওপেন রেখে পরীহ্মা দিতে হবে।
৩:কাওকে খোঁচা (poke) মেরে কিছু জিজ্ঞেস করা যাবেনা।
৪:দেখে দেখে(আইমিন কপি পেস্ট) লিখা যাবেনা।
৫:নোট( Note ) ব্যাবহার করা যাবেনা।
বিঃদ্রঃ পরীহ্মা চলাকালীন সময় কোন রকম মন্তব্য (comment) করা যাবেনা। এবং পরীহ্মার ৫ মিনিট আগে ফেসবুকে প্রবেশ(log-in) করতে হবে।
এবং পরীহ্মার জন্য ব্যাবহৃত আনুসাঙ্গিক উপকরণ হাতের কাছে রাখতে হবে(যেমনঃকী বোর্ড, মাউস ইত্যাদি )।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।