আমরা সবাই অসুস্থ হয়ে যাচ্ছি। চারদিকে কি হচ্ছে এসব? এ যে অন্যায়!
আমার এক বন্ধু কাল আমাকে ফোন করে বললো তার একটা সমস্যার কথা। ইদানীং নাকি আপুর মোবাইলে অদ্ভূত সব কল আসতে শুরু করছে। শুরুতে ওরা বুঝতে পারেনি ঘটনা কী? তারপর একসময় জানতে পারলো কে বা কারা যেনো আপুর নাম্বারটা ইন্টারনেটে ছেড়ে দিয়েছে।
তো কী আর করা! সে যেহেতু আমার কাছে সমাধান চাইলো আমি তাকে বললাম নাম্বারটা যেহেতু ছড়িয়ে গেছে তো আপুকে বল উনি যেনো সেটা বন্ধ করে দেন।
আইডিয়াটা ভালো না? বাধ্য হয়ে আপু নাম্বারটা বন্ধ করে দিলেন।
ব্যস্, আমার বন্ধুর সমস্যা সমাধান হয়ে গেলো।
আজ সারাদিন শুধু একটা কথাই ভেবেছি। এটাই কি সমাধান? এসবের কি কোনো প্রতিকার নেই? থাকলে কী সেটা? আমাকে বলবেন কেউ, প্লীজ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।