আমাদের কথা খুঁজে নিন

   

জাপানের মত দেশও মারাত্মক ভুল করে...

কেএসআমীন ব্লগ

জাপান মারাত্মক ভূমিকম্প প্রবণ দেশ। একই সাথে ঘনবসতিপূর্ণ দেশও। এদেশে পারমানবিক বিদ্যুত কেন্দ্রের মত খুববেশী পরিবেশ ঝূকিপূর্ণ স্থাপনা থাকা মোটেই নিরাপদ নয়। জাপনের মোট বিদ্যুতের প্রায় ৭০ ভাগ আসে্ এইসব পারমানবিক বিদ্যুত কেন্দ্র থেকে। ভূমিকম্প হলে এগুলো বিস্ফোরিত হতে পারে, তেজস্ক্রিয়তা ছড়াতে পারে, ভয়াবহ স্বাস্থ্যঝুকি... এইসব বিষয়গুলো তো তাদেরই সবার আগে জানা থাকার কথা... ১২/১৩ কোটি মানুষের ছোট দেশে পালানোর জায়গা কোথায়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিনীরা দুটো পারমানবিক বোমার সফল প্রয়োগ ঘটায় এই জাপানেই। পারমানবিক তেজসস্ক্রিয়তার ক্ষয়ক্ষতি আর ভয়াবহতার বিষয়গুলো জাপানিদের চেয়ে বেশী আর কেউ জানে না। যুক্তরাষ্ট্র, রাশিয়া, অস্ট্রেলিয়া... এইসব দেশে শত শত কিলোমিটার খালি জায়গা পড়ে আছে। তারা যদি পারমানবিক স্থাপনা করে, তবে ঝুকি কম হবে। (বাংলাদেশও পারমানবিক বিদ্যুত কেন্দ্র করতে চায়, হাহাহা...) জাপানিদের আমরা পৃথিবীতে সবচেয়ে প্রাজ্ঞ জাতি হিসেবে জানি। তারপরও জাপানিরা কেন পারমানবিক কেন্দ্র স্থাপনার দিকে এত বেশী ঝুঁকলো???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।