যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে.
ওয়েজ ইন্ডিস হেরে গেল শেষ পর্যন্ত ১৮ রানে। নিজেদের হাতে থাকা ম্যাচ টাতে তারা হেরে গিয়েছে ইংল্যান্ড এর কাছে। আজকে যদি ইংল্যান্ডকে ওয়েজ ইন্ডিস হারাতে পারতো তাহলে নিশ্চিত ভাবেই ভারত, ওয়েজ ইন্ডিস এবং বাংলাদেশ পরের রাউন্ডে যেতে পারতো।
এখন ওয়েজ ইন্ডিস হেরে যাওয়াতে তারা আছে ৪ নম্বর পজিশনে। ইংলান্ড ৩ নম্বরে উঠে এসেছে।
নেট রান রেটে ওয়েজ ইন্ডিস বাংলাদেশের থেকে ভাল পজিশনে আছে। এর ফলে তাদের পরের ম্যাচ এ যদি ভারতের সাথে হারেও তারপরও তারা যাবে পরের রাউন্ডে।
এদিকে ভারত ওয়েজ ইন্ডিসকে হারাতে পারলে আর বাংলাদেশ যদি দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারে ভাল ব্যবধানে তাহলে বাংলাদেশের যাওয়ার চান্স আছে। সে জন্য বাংলাদেশের অবশ্যই খুব ভাল খেলে জিততে হবে যাতে ওয়েজ় ইন্ডিস এর থেকে তাদের রান রেট বেশি হয়।
এখন একমাত্র দোয়া করা ছাড়া উপায় নাই।
সারা দেশ এখন চেয়ে আছে গ্রুপ বি এর শেষ খেলা গুলোর দিকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।