গনতন্ত্রের শুদ্ধতা চাই *বাংলাদেশে যে সকল সিনেমা নিয়ে গ্রুপ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি*
আমাদের দেশের ও বাংলা ভাষায় সিনেমা একসময় অনেক বেশি সমৃদ্ধশালী শিল্প ছিল। যদিও মাঝে বাংলা ভাষা ভাষী ও দেশীও চলচিত্র মুখ থুবড়ে পড়েছিল। তবু ইদানিং চলচিত্র কিছুটা উঠে দাঁড়ানোর প্রারম্ভিক অবস্থায় আছে। যদিও যে সব নতুন নির্মাতাদের দিকে চলচিত্র নতুন আশা নিয়ে তাকিয়েছিল তাদের অনেকেই গতানুগতিক কাজে ব্যাস্ত হয়ে পড়েছেন। তবু তারা মুখ থুবড়ে পড়ে থাকা একটা শিল্প কে হাটু ভাঁজ করা অবস্থায় নিয়ে এসেছেন এটা অনেক বড় ব্যাপার।
ইদানিং বেশ কিছু নির্মাতা দেখেছি আমি, যারা গতানুগতি কাজ না করে এক্সপেরিমেন্টাল কাজ করতে চায়। কিন্তু তারা তাদের চিন্তা ভাবনা নিয়ে ইন্ডাস্ট্রি তে প্রবেশ করতে পারছেনা। দ্যাখা যাচ্ছে তারা এখন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার এর খেতাব নিয়ে ঘুরে বেরাচ্ছে কিন্তু তাদের প্রযোজনা করার মত প্রযোজক আসলে এখন নাই বা মানসিকতাও নাই । এ অবস্থা এই সকল নির্মাতাদের শুধু স্বপ্নই বুনে যেতে হচ্ছে। কেউ কেউ ধার দেনা , ভাত ভিক্ষা করে কিছু পয়সা হয়তো যোগাড় করছে কিন্তু তা দিয়ে আসলে সিনেমার কিছুই হছেনা।
এই সকল ইন্ডিপেনডেন্ট ফিল্ম মেকার দের যদি একটা প্লাটফরম দেয়া হয় আমার বিশ্বাস আমাদের দেশের সিনেমা একটা নতুন গতি পাবে। যা এই শিল্পের ঐতিহ্য পুনরুদ্ধারের সহায়ক হবে বলেই আমি মনে করি।
এখন প্রশ্ন আসছে আমরা কিভাবে এই ফিল্ম মেকারদের সাহায্য করতে পারি?
"ক্রাউড ফান্ডিং" কথাটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত। যারা পরিচিত নন তাদের জন্য সংক্ষেপে বলছি- "ক্রাউড ফান্ডিং একটি মূলধন বা বিনিয়োগ যোগাড় করার ব্যাবস্থা যা সংগ্রহ করা হয় সাধারন মানুষের কাছ থেকে। এবং এই কাজটা বেশি করা হয় ইন্টারনেট এর মাধ্যমেই, কারন এই মাধ্যমটাই আপনাকে সবচেয়ে বেশি সাধারন মানুষের কাছে পউছে দিবে।
"
এখন কথা হচ্ছে আমরা সাধারনেরা কিভাবে প্রডিউস করতে পারি? একজন নির্মাতা যদি তার সিনেমায় ক্রাউড ফান্ডিং এর ব্যাবস্থা করেন আমরা যারা সিনেমা দেখি তারা নিদেনপক্ষে সেই সিনেমার একটি টিকেট কেটে সিনেমা টা তৈরি তে সাহাজ্য করতে পারি। সিনেমাটি প্রদর্শনীর সময় আমরা আমাদের পুরবে কেনা টিকিটের ভিত্তিতে সিনেমাটি দেখে ফেললাম। আমার মনে হয় এতে একটি বড় অংশ কন্ট্রিবিউট করা যায় সিনেমা। অনেক ইন্ডিপেনডেন্ট ফিল্ম মেকার আছেন এনং ভালো ইন্ডিপেনডেন্ট ফিল্ম ও আছে যেগুল ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে তৈরি হয়েছে।
এখন কথা হচ্ছে আমি সেনেমা সংক্রান্ত গ্রুপগুলর দৃষ্টি কেন আকর্ষণ করলাম।
যেহেতু নির্মাতা রা নিজেরাই ক্লাউড ফান্ডিং এর পদক্ষেপ নিতে পারে সেহেতু সাধারনভাবে কোন গ্রুপ এর সাহায্য তো প্রয়োজন হচ্ছেনা।
কিন্তু ক্লাউড ফানডিং এর একটি অন্যতম উপাদান হচ্ছে বিশ্বস্ততা। যে সকল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার আছেন তারা স্বাভাবিকভাবেই আমাদের সাধারন দরশকদের কাছে অপরিচিত। এবং তারা সাধারন দরশকদের কাছে বিশ্বস্ততা ব্যাপারটাও পাবেনা। এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে আমাদের এই সিনেমা সংক্রান্ত গ্রুপগুল।
এই গ্রুপগুল চাইলেই তাদের কয়েক হাজার সদস্যদের সহযোগিতা দিতে পারে একজন নির্মাতা কে। তৈরি হতে পারে একটি চমৎকার সিনেমা। আমাদের সিনেমা শিল্পে যোগ হতে পারে একটি মুল্যবান সম্পদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।