আমাদের কথা খুঁজে নিন

   

ভারতে তেলেঙ্গানা-বিরোধী ধর্মঘট, গোর্খাল্যান্ডের দাবি

মঙ্গলবার বিকালে আলাদা রাজ্য তেলেঙ্গানা গঠনে সম্মতি দেয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। গত কয়েক বছরের প্রচেষ্টায় তেলেঙ্গানাকে শেষ পর্যন্ত প্রদেশের মর্যাদা দেয়ার সর্বসম্মত সিদ্ধান্ত নেয় ক্ষমতাসীন জোট সরকার।
কিন্তু প্রদেশের বিভক্তির বিরোধিতা করে আসা ‘ইউনাইটেড অন্ধ্র জয়েন্ট অ্যাকশন কমিটি’ এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে। তাদের ডাকা ধর্মঘটে অচল হয়ে পড়েছে জনজীবন।
বন্ধ হয়ে গেছে স্কুল, কলেজ, যান চলাচল।

বিক্ষুব্ধ লোকজন অনন্তপুরে ক্ষমতাসীন কংগ্রেস পার্টির দপ্তরে চড়াও হয়েছে এবং পুলিশের দিকে পাথর ছুড়ে মারার ঘটনাও ঘটেছে।
তেলেঙ্গানাকে নতুন রাজ্য ঘোষণার প্রতিবাদে ক্ষমতাসীন কংগ্রেস দলের তিনজনসহ মোট চারজন স্থানীয় সংসদ সদস্যও পদত্যাগ করেছেন বলে খবর পাওয়া গেছে।
তেলেঙ্গানা রাজ্যের বিষয়টিতে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে দেশটির পার্লামেন্টের ওপর। তার আগে রাজ্য বিধানসভায় এ প্রস্তাব পাস হতে হবে।
তেলেঙ্গানা রাজ্যের পক্ষে যারা তাদের অভিযোগ, ওই এলাকা সরকারের অবহেলার শিকার।


 অন্যদিকে, তেলেঙ্গানা রাজ্যের বিরোধীরা হায়দ্রাবাদকে ১০ বছর যৌথভাবে রাজধানী হিসেবে ব্যবহারের বিষয়টিতে অসন্তোষ প্রকাশ করেছে।
গোর্খা জনমুক্তি মোর্চা আগেই জানিয়েছিল তেলেঙ্গানা রাজ্য গঠিত হলে তারা পৃথক গোর্খাল্যান্ড আদায় করে ছাড়বে। মঙ্গলবার কংগ্রেস ওয়ার্কিং কমিটি তেলেঙ্গানা রাজ্য গঠনের সম্মতি দেয়ামাত্র গোর্খাল্যান্ড চেয়ে বনধ ডাকে মোর্চা।
গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)এর চিফ এক্সেকিউটিভের পদ থেকে পদত্যাগ করেছেন মোর্চা-নেতা বিমল গুরুঙ্গ। রাজ্যপালের দফতরে পদত্যাগপত্র পাঠানো ছাড়াও শনিবার থেকে দার্জিলিং পাহাড়ে অনির্দিষ্ট কাল বন্ধের ডাকও দিয়েছেন মোর্চা সভাপতি।


দার্জিলিঙের সিংমারিতে দলের সদরদপ্তরে মোর্চা সভাপতি বলেন, “তেলেঙ্গানা রাজ্য হলে কেন গোর্খাল্যান্ড হবে না”?
গোর্খাল্যান্ডের দাবির বিষয়টি মাথায় রেখেই কেন্দ্র ও রাজ্য জিটিএ চুক্তিতে সই করেছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা সাময়িক ব্যবস্থা হিসেবে জিটিএ মেনে নিতে সম্মত হয়েছিলাম। কিন্তু, পৃথক তেলেঙ্গনার দাবি মেনে নেওয়ার পরে পরিস্থিতি পাল্টেছে। তাই আমি জিটিএ থেকে ইস্তফা দিয়েছি। ” মোর্চা এখন গোর্খাল্যান্ডের দাবিতে আরো বড় বিক্ষোভে নামবে বলে জানিয়েছেন মোর্চার সাধারণ সম্পাদক রোশান গিরি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.