আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ হাই কমিশন

দেখেছি দূরে ঐ সোনালী দিন

কিছুদিন আগে আমি আমার পাস পোর্টের মেয়াদ বাড়ানোর জন্য মালয়শিয়ার বাংলাদেশ হাই কমিশনে যাই। বরাবরের মত এবারও ফিরি কিছু তিক্ত অনুভুতি নিয়ে। অনলাইনে বাংলাদেশ হাই কমিশনের ওয়েব সাইট থেকে আমি পাসপোর্ট রিনুয়্যাল এর ইনফরমেশন এবং আবেদনপত্র ডাউনলোড করি, ইনফরমেশন অনুযায়ী ব্যাংক ড্রাফ্ট করি। সেখানে লিখা ছিল, নরমাল রিনু্য়্যাল এর জন্য ফি ৬৮ রিংগিট এবং আরজেন্ট ১০২ রিংগিট। এর সাথে আরো লিখা ছিল PROCESSING TIME: 2-3 days for VISA. 5-7 days for New Passport(Normal), 1-2 days for New Passports(Urgent), Renewal of Passport, Travel Permit, Attestation are done on the day of Submission. আমি দেখলাম, যেহেতু Renewal of Passport সেই দিনই করে দেয়া হয়, তাই আমি নরমাল এর জন্য ৬৮ রিংগিট এর ব্যাংক ড্রাফ্ট করে নিয়ে যাই।

কিন্তু সেখানে যাওয়ার পর, সেখানকার দায়ীত্বরত লোকটি জানায়, আপনার নরমাল পাসপোর্টের রিনু্য়্যাল ১৫ দিন পর পাবেন। আমি খুব অবাক হলাম এবং তাকে বললাম, আপনাদের ওয়েবসাইটের কোথাও তো লিখা নাই এই কথা। যেখানে আপনারা বলছেন, ৫-৭ দিনে আপনারা নতুন পাসপোর্ট করে দেন, সেখানে পাসপোর্ট রিনুয়্যালে কিভাবে ১৫ দিন সময় লাগে? এছাড়া ওয়েবে আরো লিখা আছে, Renewal of Passport, Travel Permit, Attestation are done on the day of Submission। আমি ওয়েবের পেজ গুলো প্রিন্ট করে নিয়ে গেছিলাম এবং সাথে সাথেই সেই লোখকে দেখাই। ওয়েব পেজ দেখে উনি বলেন, এটা আরজেন্ট এর জন্য লিখা।

নরমাল ১৫ দিন লাগবে। আমি বললাম, কোথায় লিখা আছে নরমাল ১৫ দিন, আপনি আমাকে দেখিয়ে দিন। উনি বলে, আপনাকে এটা বুঝে নিতে হবে। এর পর তিনি আরো বলেন, আপনি তো পড়ালিখা জানেন, এটা বুঝেন না? এই রকম নির্বোধ একটা লোকের সাথে তর্ক করার কোন মানে নেই। তাই আবার গেলাম ব্যাংক ড্রাফ্ট করতে আরজেন্ট এর জন্য।

আমি এখানে বাংলাদেশ হাই কমিশনের রিসিপশন অফিসের কিছু ছবি দিচ্ছি। আমার দেখা মালয়েশয়ার সবথেকে নোংরা অফিস এটা। কথায় আছে। কোন দেশের হাই কমিশন সেই দেশকে রিপ্রেসেন্ট করে। খুবই কষ্ট লাগে যখন আমি আমার দেশের রিপ্রেসেন্ট এভাবে দেখি।

এদের কি টাকার অভাব? না, তা নয়। হাই কমিশনে যারা চাকুরি করে তারা এই মালয়েশিয়াতেও আলিশান বাড়িতে থাকে। তাহলে কেনো পারে না অফিসটাকে একটু বসার যোগ্য করতে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.