আমাদের কথা খুঁজে নিন

   

কনটেইনার আছড়ে পড়ল বিমানের ওপর

I am also expert in body builder.

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের (এডিএস এয়ারবাস) ওপর আছড়ে পড়েছে একটি কনটেইনার। ফলে এয়ারবাসটির ইঞ্জিন পুরোপুরি বিকল হয়ে গেছে। গত শুক্রবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ের সময় এ ঘটনা ঘটে। এ দুর্ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক এয়ার কমডোর জাকীউল ইসলাম গতকাল মঙ্গলবার কালের কণ্ঠকে বলেন, 'শুক্রবারের ঘূর্ণিঝড়ের দমকা বাতাসে একটি কনটেইনার বিমানের উড়োজাহাজের ওপর গিয়ে পড়ে।

এতে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা আমরা খতিয়ে দেখছি। 'বিমান সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড়ের সময় ক্ষতিগ্রস্ত এয়ারবাসটি বোর্ডিং ব্রিজের কাছাকাছি পার্কিং করা ছিল। ২৩০ আসনের উড়োজাহাজটি যাত্রী নিয়ে উড়ে যাওয়ার প্রস্তুতি শেষ করেছিল। কিন্তু কনটেইনারটি কেন উড়োজাহাজটির কাছাকাছি রাখা ছিল, তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এ ধরনেরকনটেইনার উড়োজাহাজের কাছ থেকে দূরে রাখা হয়।

বিমানের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, উড়োজাহাজ স্বল্পতার জন্য এমনিতেই মুখ থুবড়ে পড়েছে বিমান। মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়াসহ বিভিন্ন লাভজনক রুটেও ফ্লাইট পরিচালনা করা সম্ভব হচ্ছে না শুধু উড়োজাহাজ স্বল্পতার কারণে। প্রতিদ্বন্দ্বী এয়ারলাইনসগুলো এই সুযোগে চুটিয়ে ব্যবসা করছে। এ অবস্থায় আরো একটি এয়ারবাস বিমান বহর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বিমান কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হতাশা নেমে এসেছে। বর্তমান বিমানবহরে এয়ারবাস রয়েছে তিনটি।

এর মধ্যে একটি বিকল হয়ে যাওয়ায় এয়ারবাসের সংখ্যা এখন দুই। এ ছাড়া চারটি ডিসি-১০ থাকলেও তিনটি বর্তমানে সচল। হ্যাঙ্গারে থাকা অন্য ডিসি-১০ থেকে পার্টস নিয়ে অবশিষ্ট ডিসি-১০গুলো সচল রাখা হয়। এ ছাড়া বোয়িং-৭৩৭ রয়েছে দুটি। গত বছর বিমান ৮০ কোটি টাকা লোকসান দিয়েছে।

বিমান কর্তৃপক্ষের মতে, উড়োজাহাজের সংখ্যা বেশি হলে এই ক্ষতি কাটিয়ে লাভ করা সম্ভব ছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.