তুমি মুক্ত মনের মুক্ত মানুষ...আমি আবদ্ধ... আকাশের কালো মেঘ ধুলোবালি ইচ্ছের এক ঘসাতেই মুছে দাও...অতঃপর...স্বচ্ছ আকাশের লেন্সে আমি দেখি সেই অসীমকে....!
ফেসবুকে লেখা স্ট্যাটাসগুলোর মধ্যে এই স্ট্যাটাসটা আমার নিজের কাছে সবচে ভালো লেগেছিল। স্রস্টাকে চিনতে হলে সবার আগে স্রষ্টাকে ভুলে যেতে হবে। জন্মর পর থেকে নস্ট সমাজের দেখিয়ে দেয়া স্রষ্টাকে মনে গেথে রাখলে স্রষ্টার আসল রুপ চেনা যাবে না।
আগে নাস্তিক হন, তরপরে আস্তিক হোয়ার চেষ্টা করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।