অতি সাধারণ....প্রধানমন্ত্রী হলে দেশটারে সাজাইতাম
এশিয়া এখন পার করছে একটি দুঃসময় আর আশংকার সময়।
শুক্রবার ঘটে যাওয়া ৮.৯ মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জাপানের নিউক্লিয়ার প্ল্যান্টে আজও একটা বিষ্ফোরণ ঘটেছে। জাপান কি অবস্থায় আছে তা আমরা প্রতি মিনিটেই দেখছি। আর এই বিষ্ফোরনের তেজষ্ক্রীয়তা আমাদের কি ক্ষতি সাধন করতে পারে তা কমবেশী আমরা অনেকেই জানি। তাই পার্শ্ববর্তী দেশ ভারত সহ পারমানবিক প্ল্যান্ট আছে এমন সকল দেশের প্রতি আহবান, দয়া করে নিরাপত্তা ঝুকিতে আমরা যেন না পরি তা যেন আপনারা লক্ষ্য করেন।
আমি আতংকিত, আমার মনে হয় এ খবরে সবাই আতংকিত। কি হতে পারে তা না জানলেও আমরা মোটামুটি সবাই আন্দাজ করতে পারছি।
খবরটা দেখেছি এখানে
আর ব্লগ খুলে দেখেছি আমার এক ব্লগার ভাই একটা এসএমএস দিয়েছেন যার হুবুহু আমিও একটা পেয়েছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।