আমাদের কথা খুঁজে নিন

   

জাপানের পরমানু চুল্লীর তেজস্ক্রিয়তা বাংলাদেশসহ অন্যান্য স্থানে ছড়ানোর আশঙ্কা

উড়ে যাই, উড়ে যাই, উড়ে উড়ে যাই. . .

জাপানে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর এখন পরমানু চুল্লীর তেজস্ক্রিয়তা নিয়ন্ত্রণ নিয়ে বড় ধরনের সংকট বিরাজ করছে। ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের পাঁচ ও ছয় নম্বর চুল্লির তাপমাত্রার বাড়ার কারণে এগুলোও বিস্ফোরিত হবে আশঙ্কা করা হচ্ছে। খবর রিয়া নভোস্তি ও কিয়োদো নিউজের। দু্িট চুল্লির শীতলীকরণ ব্যবস্থা অকার্যকর হয়ে গেছে। ফলে চুল্লির রডগুলো গলতে শুরু করেছে।

আশংকা করা হচ্ছে এর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে অন্যাণ্য দেশে। কিয়োদো নিউজ জানিয়েছে, ভূমিকম্প ও সুনামির পর ফুকুশিমার পরমাণু বিদ্যুৎকেন্দ্রের শীতলীকরণ ব্যবস্থা অকার্যকর হয়ে গেলে এক ও তিন নম্বর চুল্লিটি সোমবার বিস্ফোরিত হয়। মঙ্গলবার চার নম্বরটিতে আগুন ধরে যায়, বিস্ফোরিত হয় বলেও খবর বেরিয়েছে। বাকিগুলোর তাপমাত্রা বাড়ছে। এদিকে, পাশ্ববর্তী ফিলিপাইনে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার সংবাদ শোনা গেছে।

যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা সোমবার জানিয়েছেন, প্রশান্ত মহাসাগর হয়ে তেজস্ক্রিয়তা সেখানেও পৌঁছার আশংকা রয়েছে। আজকে বেশ কয়েকজন আত্মীয়- স্বজন ও বন্ধুরা ফোন করে তাদের উদ্বেগ ও আসলেই কি পরিস্থিতি জানতে চেয়েছেন। সকালে শেরাটনে হোটেলে এক অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেছেন- বাংলাদেশে সতর্কতার জন্য বৃষ্টির পানিতে না ভেজার জন্য বলা হয়েছে। কারণ বৃষ্টির পানির মাধ্যমে তেজস্ক্রিয়তা বেশি ছড়ায়! এর বেশি কিছু এখনো নিজেও জানি না। কেউ জানলে শেয়ার করবেন।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।