আমাদের কথা খুঁজে নিন

   

ছুটি প্রেমী ভিসি !!!

"লেখা কম, পড়া বেশি" ব্লগার

কর্মচারী: স্যার, ছাত্রলীগের পোলাপান নিজেদের মধ্যে ক্যাচাল করছে। কি করা যায়? ভিসি: পরীক্ষা ২ সপ্তাহ পিছিয়ে দাও। ======== কর্মচারী: স্যার ছাত্রলীগের কয়েকখান পোলাপান এসে বলছে তারা তাদের বাপ-মায়ের সাথে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে চায়। সেজন্য ভার্সিটি ছুটি চায়। ভিসি: দিয়ে দাও ১৫ দিনের ছুটি।

======== কর্মচারী: স্যার ছাত্রলীগের পোলাপান আপনার কাছে থেকে ঠিকমত মালপানি না পেয়ে আপনার পদত্যাগের দাবীতে আন্দোলন করছে। হলগুলোর গেটে তালা লাগিয়ে দিয়েছে। সাধারণ ছাত্রদের ক্লাসে আসতে দিচ্ছে না। কি করা যায়? ভিসি: কি আর করার? ১৫ দিনের ছুটি দিয়ে দাও। ======== কর্মচারী: স্যার লোকাল লীগের গুন্ডারা সামান্য কারনে সাধারণ ছাত্রদের কুপিয়েছে।

সাধারণ ছাত্ররা ক্ষেপে গিয়ে ইটপাটকেল ছুঁড়ছে। ওদের থামানো দরকার। ভিসি: এত তাড়াহুড়োর কি আছে। অপেক্ষা কর। (ঘন্টাখানেক পর) কর্মচারী: স্যার, গুন্ডা গুলার সাথে এলাকার স্থানীয় লোকজন যোগ দিয়েছে।

ছাত্ররা আরও ক্ষেপে গিয়ে অগ্রনী কলেজে হামলা করেছে। ভিসি: যাক, এখন নিশ্চিন্তে অনির্দিষ্টকালের ছুটি দেওয়া যাবে। ====== প্রসঙ্গত উল্লেক্ষ্য, উপরের কথোপকথন পুরোটাই কাল্পনিক। রুয়েটের ভিসির সাথে তা মিলে গেলে তা নিতান্তই কাকতাল মাত্র। বি:দ্র: চিহ্নিত ছাগুদের এই পোস্ট থেকে দূরে থাকার জন্য বলা হল।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.