আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ার্ল্ডকাপ ২০১১-আমরা কি শফিউলের জন্য কিছু করতে পারি না?

যুক্তি দিয়ে কথার মারপ্যাচ ভালোই বুঝি...

আমরা কি শফিউলের জন্য কিছু করতে পারি? সামু ব্লগের মাধ্যমে উদ্দ্যেগ নিয়ে সকলের সহযোগীতায় শফিউলকে একটি ভালো কিছু গিফট করা। কারন আমার মতে আমাদের যত ধরনের আনন্দে ভাসিয়েছে এর প্রধান ভূমিকায় আছে এই শফিউল। কিভাবে? আয়ারল্যান্ডের সাথে ৪ উইকেট নিশ্চিত হার থেকে আমাদেরকে বাচিয়েছে, ইংল্যান্ডের সাথে দারুণ ব্যাটিং ২৪ রানের স্কোরও আমাদের বাচিয়েছে এবং নেদারল্যান্ডের সাথে ৯.২ ওভারে ৩ মেডেন ১৫ রান দিয়েছে, তা না হলে নেদারল্যান্ডের স্কোর আরো বেশি হতে পারতো। একটি আউট হওয়ার সহজ ক্যাচ উঠেছিল কিন্তু রাজ্জাক তা ধরতে পারেনি। এই রকম ক্যাচ রাজ্জাক মিস করবে ভাবিনি। তা নাহলে শফিউলের আজকের বোলিং ফিগার হতো এমনঃ ৯.২-৩-১৫-১ যা আজকের ম্যাচে লো স্কোরিং এর ভালো ভূমিকা রেখেছে। কিন্তু দূর্ভাগ্যবশতঃ এই শফিউলকে একটি ম্যাচেরও ম্যান অব দ্যা ম্যাচ দেয়া হয়নি। সামুর অনেকেই শফিউলের পক্ষে অনেক কিছু লিখেছি যে তাকে দেয়া উচিত ছিল, হেন তেন, কিন্তু এই কাজটি কি আমরা করতে পারি না? কাজটি হতে পারে মোবাইলের মাধ্যমে পে করে সামুর সাহায্যে তার জন্য গিফট কেনা বা অন্য কিছু...... কথা গুলো আপনারা ভেবে দেখুন...ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।