আমাদের কথা খুঁজে নিন

   

সাউথ আফ্রিকা ওয়ার্ল্ডকাপ ২০১০, অতি নিম্নমানের উদ্বোধনী অনুষ্ঠান

এটা আমার জন্য অনেক সুখকর যে, আমি এখন ব্লগ ও ফেইসবুক থেকে নিজেকে আসক্তিমুক্ত রাখতে পারছি। পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা অনেক আনন্দের। ... ব্লগে মনোযোগ দিতে পারছি না; লিখবার ধৈর্য্য নেই, পড়তে বিরক্ত লাগে।

খুব আশায় ছিলাম একটা জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান দেখবো। পত্রপত্রিকায়ও বলা হচ্ছিল এ যাবতকালের সর্বসেরা উদ্বোধনী অনুষ্ঠান হবে।

কিন্তু শুরুর ইভেন্ট থেকেই ভাবছিলাম, পরের ইভেন্টটা মনে হয় জমজমাট হবে। আশায় আশায় থাকতে থাকতে উদ্বোধনী অনুষ্ঠান শেষ। এবং দর্শকের সংখ্যাও আশানুরূপ নয়। যারা চীনের অলিম্পিকের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান দেখেছেন, তাঁদের কাছে আজকের অনুষ্ঠানটা অতি নিম্নমানের মনে হওয়াই স্বাভাবিক। দক্ষিণ আফ্রিকা উদ্বোধনীতে হতাশ করলো।

দেখা যাক ম্যাচগুলোতে তাদের ম্যানেজমেন্ট কেমন হয়। আর সমাপনী অনুষ্ঠানে সত্যিকারে একটা চমক দেখবার আশায় থাকলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.