যদি কোনদিন দিগন্তের ওপরে মাথা তুলে দাঁড়াতে পারি, তোমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে যাব
ছোটখাট একটা পাঠাগার করেছি আমরা। গ্রামের নাম চরমজিদ এবঙ সেটার অবস্থান নোয়াখালীর সুবর্ণচর উপজেলায়। প্রায় শ চারেক বই আছে এখন। এলাকার স্কুল কলেচের ছেলে মেয়েরা পড়ে। ঘর, আলমারি দুটোই খোলা থাকে।
ওরা নিজ হাতে নিয়ে যায় আবার দিয়ে যায়। সব লিস্ট করা আছে। বছর দুয়েক হল প্রায়, উন্মুক্ত থাকার পরও কোন বই হারায়নি।
কয়েকদিন ধরে পোলাপান বলছিল যে অনেকেরই সব বই পড়া শেষ। নতুন বই চাই , নতুন বই।
আমার বন্ধু তানসেন এর অক্লান্ত প্রচেষ্টায় কিছু মানুষ বই কেনার জন্য মোট হাজার দুয়েক টাকা দিতে রাজি হয়েছেন। এখন আমরা একটা তালিকা করে সেটা ধরে কেনাকাটার কাজ শুরু করতে চাচ্ছি। ....................................................................................................................................................... আমি যা চাচ্ছি তা হল প্রিয় প্রাজ্ঞ ব্লগারবৃন্দ কি কি বই সংগ্রহ করা যায় সে বিষয়ে পরামর্শ দিবেন। মনে রাখবেন আমাদের মুল পাঠক ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী। .......
ঢাকায় অবস্থানরত কেউ যদি সরাসরি কোন বই দিতে চান তবে আপনার সহৃদয়তার প্রতি শ্রদ্ধা রেখে নিচের ই মেইল এ যোগাযোগ করার অনুরোধ করছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।