আমার হাতদুটো পা হয়ে গেলে আর পা হাত; তাহলে কি তুমি করমদর্নের সজ্ঞাটা পালটে দিবে
এই ছোকড়া তোর বয়স কত?পঁচিশ তো সেই কবেই পেরুলি
এখনত ত্রিশ ছুঁই ছুঁই। শরীরে টগবগে রক্ত বহমান-তার উত্তাপ
ভিসুভিয়াসের আগ্নেয়গিরিকেও হার মানায়। এখনও জীবনের
অমৃত সুধা চাকতে গিয়ে বিষের পেয়ালাকে আপন করে নিস?
এই বুদ্ধিজীবি তোমার বয়স কত? সেই কবে থেকেইত গোঁফে
তা দিয়ে মাথা ঠুকে যাচ্ছ, পারলে কি কোন কিছুর সমাধান দিতে।
এই রাজনীতিবিদ, করতো রাজনীতি-এই রাজার নীতি কি তোমার
ঘিলুতে আটে? তোমার ক্ষীন শিক্ষার আলোকে রাজনীতির দর্শন
বুঝার ক্ষমতা কতটুকু তা বেজায় বুঝা যায়। কোন এক কালে আমার
রক্তের উপর হেঁটে গিয়েছিল যারা, যারা একটা জাতিকে মেনে নিতে
চায়নি-যারা আমার গলায় বুটের চাপা দিয়ে ভাষা স্তব্ধ করে দিতে চাইলো
আজও তাদের পায়ে সেই রক্ত লেগে আছে।
একটু আগে তোমার বাড়ী
এসে চা চক্র করে গেল, দেখ তোমার দামি র্কাপেটে আমার সেই পুরনো
হয়ে যাওয়া রক্ত লেগে আছে। রক্ত পুরনো হয়ে গেছে কিন্তু কষ্ট গু্লো
পুরনো নয় আমার, বরং দিনকে দিন বেরেই যাচ্ছে। আজো পারলেনা
আমার জাতিকে একটা নাম দিতে? রাজা আসে রাজা বদলায়- তুমি
আকিকা করে ঘটা করে একবার বল আমি বাঙ্গালী আবার বল বাংলাদেশী।
হে ঝিমিয়ে পরা মানুষ- জেগে উঠো- জাগাও তোমার চিত্ত
তোমার মত আমিও তরুন, আমারো গায়ের রক্তের উত্তাপ
ভিসুভিয়াসের আগ্নেয়গিরিকেও হার মানায়। দেখ, আমার
বয়স তোমার দু হাতের আঙ্গুলের কড় পেরিয়ে যায়নি।
আমি এখনো সেই তরুন বাংলাদেশ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।