আমাদের কথা খুঁজে নিন

   

কৃত্রিম কান

মার্কিন বিজ্ঞানীরা এবার গবেষণাগারে মানুষের উপযোগী কৃত্রিম কান তৈরির পথে আরেক ধাপ এগিয়ে গেছেন। এ জন্য ব্যবহার করা হয়েছে গরু ও ভেড়ার টিস্যু। নমনীয় তারের কাঠামোতে রেখে মানুষের কানের আকারে সেই টিস্যুর মিশ্রণ ও বিকাশ ঘটানো হয়। বস্টনে অবস্থিত ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালের গবেষকদের দাবি, এই কৃত্রিম কান পূর্ণবয়স্ক মানুষের আসল কানের মতোই নমনীয় হবে। ফলে ভবিষ্যতে এটি সংশ্লিষ্ট রোগীদের দেহে বিকল্প কান হিসেবে প্রতিস্থাপনের সম্ভাবনা রয়েছে। জার্নাল অব দ্য রয়েল সোসাইটি ইন্টারফেস সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, প্রাণীদেহের টিস্যু প্রকৌশল গবেষণায় এই ত্রিমাত্রিক কান তৈরির ঘটনাটিকে বিশেষ অর্জন হিসেবে বিবেচনা করা যেতে পারে। তবে চিকিৎসায় এটি ব্যবহারের জন্য আরও গবেষণার প্রয়োজন রয়েছে। ইনডিপেনডেন্ট।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।