শাফিক আফতাব------ চকির ক্যারৎ ক্যারৎ শব্দে প্রকাশিত হয় সার্থক স্বামীর পৌরুষ স্ত্রীকে পিষে গিলে খেলে সেটা কাম না প্রেম ? কোনো বঁধু জ্বলেন স্বামীর ঘরে যেন আগুনতুষ, পশু আর মানুষ তো একই ; বাহিরের আকার, সেতো বুঝি একটা ফ্রেম। পশুদের প্রেম কত মার্জিত, মিলনের পূর্বে সাথীটিকে বুঝানোর নান্দনিক প্রকাশ ; মানুষ কিন্তু যৌনতার জন্য অপহরণ করে রমনী, কিশোরী আবার মানুষ পালা করে ধর্ষণ করে ; ওদিকে কাঁদে অথই আকাশ ; কাম পরবর্তী আবার তার গলায় বসায় গরুজবাইয়ের ছুরি। গাঁজার আসর আর আলোকসজ্জাময় আবাসিক হোটেলে দেখেছি ভদ্র বাবার পুত নগ্ন হয়ে গ্রিল মেশিনে ছিদ্র করছে অপরিণত কাঠের শরীর ; উত্তেজনা সৃষ্টির জন্য নাবালিকার গায়ে ক্রমাগত দিচ্ছে কুত কুত, যদিও শেষ বয়সে এই সব কুকুরমানুষ হচ্ছে বিকলাঙ্গ বধির। মানুষের জন্য পৃথিবী, দেখুন মানুষ কত লাগামহীন আর কামুক পশুরা ধর্ষক নয়, তারাই সুন্দর, মানবিক, যদিও তারা ভাষাহীন ; মুক। নিসর্গ : ঢাকা ১১.০৫.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।