আমি আমিই
আমাদের অনেকের জন্যই ফেসবুক এখন কেবল একটি অভ্যাস এ পরিণত হয়েছে। তবে ফেসবুক এর সিকিউরিটি নিয়ে প্রায়ই আমরা চিন্তিত থাকি কারন বেশকিছুদিন ধরেই ফেসবুক তার সিকিউরিটি নিয়ে আলোচিত। এর জন্য ফেসবুক নিয়মিতভাবে তাদের সিকিউরিটি ব্যবস্থা উন্নত করছে। এরই ধারাবাহিকতায় ফেসবুক চালু করেছে HTTPS ব্রাউজিং। এই সেটিংস চালু করার মাধ্যমে ইউজাররা ডিফল্টভাবে ফেসবুক ব্রাউজ করতে পারবেন HTTPS দ্বারা। অপশনটি চালু করতে নিম্নলিখিত ধারা অনুসরন করুন:
১. আপনার ফেসবুক এ লগইন করুন
২. Account এ ক্লিক করে ড্রপডাউন থেকে Account Settings নির্বাচন করুন
৩. Account Security অপশন এ ক্লিক করুন
৪. Secure Browsing (https) এর নিচের ছোট বাক্সটিতে ক্লিক করে টিক টিহ্ন নিশ্চিত করুন
৫. Save বাটন ক্লিক করুন
এখন আপনি ফেসবুক এড্রেস https://www.facebook.com দেখতে পাবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।