সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি
টাইগারদের অবিস্মরণীয় জয়। গতকাল চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটের শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডকে ২ উইকেটে হারিয়ে স্বপ্নযাত্রায় এগিয়ে গেল বাংলাদেশ। শাবাশ বাংলাদেশ! এ যেন অবিশ্বাস্য, অকল্পনীয়, চরম নাটকীয় এক অবিস্মরণীয় জয়। ঝিমিয়ে পড়া বিশ্বকাপের উত্তাপ নতুন করে ছড়িয়ে পড়ল সারাদেশে। আনন্দে মেতে উঠল পুরো জাতি।
অধিনায়ক সাকিবের টস জেতা থেকে শুরু করে সবকিছুই তার পরিকল্পনামাফিক হয়েছিল প্রথম সেশনে এবং বাংলাদেশ- ইংল্যান্ডের মাঝামাঝি পর্যন্ত। ক্রিকেট বাংলাদেশের অনেকে বোঝেন। কিন্তু সাকিবের মতো নিশ্চয়ই নয়। তা না হলে ১৬ কোটি মানুষকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেলেন কেন? ইংলিশ অধিনায়ক অ্যান্ডু স্ট্রাউস ঢাকা এসেই বলেছিলেন, আগের ম্যাচে ৫৮ রানে অলআউট হওয়া মানে এই নয় যে বাংলাদেশ আমাদের কাছেও মাথা নত করবে। ওরা সত্যিই ভয়ঙ্কর দল, ঠিকই আমাদের ছারখার করে দিতে পারে।
সাকিবকে ধন্যবাদ দিতেই হয়।
তবে টাইগার অধিনায়ককে সংবাদ সম্মেলনে এসে যখন বললেন, ভাগ্যের জোরে নয়, ভালো খেলেই ইংল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। তখন একটু খারাপ লেগেছিলো। তারা অবশ্যই ভালো খেলেছে তবে তার সাথে ছিলো সমগ্র বাংলাদেশ। ঝিমিয়ে পড়া টাইগার আবার গর্জন শুরু করবে এমন প্রত্যাশায় ছিলো ক্রিকেটপ্রেমী সকল দর্শক।
বোলিং-ব্যাটিং আর অসাধারণ ফিল্ডিং দেখে মুগ্ধ হয়েই বাড়ি ফেরেন সবাই।
আমাদের মহান মুক্তি যুদ্ধে যেমন লড়েছিল ৭ কোটি বাঙ্গালী। ছিনিয়ে এনেছিল বিজয়। তেমনি এবার ১৬ কোটি বাংগালীর প্রার্থনায় সাড়া দিয়েছেন মহান সৃষ্টিকর্তা । তাই সকল প্রশংসার মালিক আল্লাহ।
তুমি এমন কোন বিতর্কিত মন্তব্য করে নিজেকে আমাদের থেকে দুরে সরিয়ে নিওনা। বাংলাদেশের মানুষ অনেক আবেগী। সুতরাং তোমাকে অবশ্যই নমনীয় ভঙ্গিতে জবাব দিতে হবে, মন্তব্য করতে হবে, কটাক্ষ করা যাবেনা কাউকে।
"বাংলাদেশ হাজার বছরেও সাকিব এর মতো ক্রিকেটার পাবেনা" সাবেক প্রধান নির্বাচক রকিবুল হাসান এর এই মন্তব্যটির মর্যাদা রেখো। তা হলেই তুমি সমগ্র জাতির শ্রদ্ধার ও ভালোবাসার ক্রিকেটার হয়ে অমর হয়ে থাকবে তাদের হৃদয়ে।
ভালো থেকে সাকিব, শুভেচ্ছো তোমার টাইগার বাহিনীকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।