..........
ভারতীয়গোর গায়ে যেমনে আগুন লাগছে, দেইখা হেব্বী লাগতাছে। ভারতের সাথে প্রথম ম্যাচ হারার একটা সান্তনা পাইলাম। সবচেয়ে বড় কথা, ভারতীয়রা এখন আর আমাদের ছোট ভাইবা উতসাহ দিয়া কথা কয় না, বরং সমান শক্তিশালী ভাইবা প্রতিপক্ষ হিসাবে গালিগালাজ করে। বাংলাদেশরে ছোট ভাবলে ভারতীয়রা আজকে ইংল্যান্ডের হার থিকা সান্তনা খুজত, আমাগোর উতসাহ দিত, এবং এই ম্যাচটারে একটা আপসেট হিসাবে সংজ্ঞায়িত করত। কিন্তু এখন তারা আমাদের তাদের মত সমশক্তি ভাইবা সম্মান দিতাছে।
অবশ্য এই সম্মান দেবার প্রক্রিয়াটা একটু অন্যরকম। এইখানে গালাগালির মাধ্যমে সম্মান প্রদান চলিতেছে। আমরাও কম যাচ্ছি না। বাংলাদেশ এখন আর সেই বাংলাদেশ নাই। এটা শক্তিশালী বাংলাদেশ।
সেই দিনগুলির কথা মনে পড়ে। যখন হার ছিল আমাদের নিয়তি। সেই বিশ্বকাপের কথা মনে পড়ে। বিটিভির সামনে সারাদিন ছাগলের মত বৈসা থাইকা ১১৬ রান। আকরাম খানের বল পিটাইয়া সরাসরি ফিল্ডারের হাতে বল দেয়া।
সেই দিনগুলিতে ভাবতাম, বাংলাদেশের কোন খেলোয়াড় কি কোনদিন সেঞ্চুরি করতে পারবে? এটা কি সম্ভব? রিকি পন্টিং লগে ব্যাট সামান্য ছোয়াইলেই চাইর হৈয়া যায়। বাংলাদেশের এরকম খেলোয়ার কি হবে? এরপরে আসল সম্মানজনক হারের দিন। হাবিবুল বাশার। কুত্তার মত টিভির সামনে বৈয়া থাকি আর ভাবি আমরা কি কোনদিন পারব?
সেই দিন চলে গেছে। এখন যে কোন খেলার আগে, যে কোন দলের সাথে চিন্তা করি আজকে জিততে হবে।
সেই বাংলাদেশ এখন আর নাই। দিন বদলাইছে। দিন আরও বদলাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।