আসন্ন বাংলাদেশ-ইংল্যান্ড খেলায় বাংলাদেশ এর জেতার সুযোগ অনেকাংশে বেশি, এবং তা নিরভর্ করবে ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল এর ব্যাটিং এর উপর ।আমরা জানি তামিম খুব মারমুখি ব্যাটসম্যান,তার মানে এই না যে তাকে প্রতি বলে তা প্রমাণ করতে হবে ।আমরা সবাই ক্রিস গেইল এর কথা জানি, সে যখন রান পায় না তখন ঠেকিয়ে ঠেকিয়ে খেলে এবং রান পায় ।আমার মনে হয় যদি তামিম ক্রিস গেইল এর নিয়ম অনুসরণ করে তাহলে তামিম ও রান পাবে এবং বেশ রান পাবে ।
আর ইংল্যান্ড স্কোয়াডে ব্রড আর পিটারসন নেই ।তাদের পরিবর্তে মরগ্যান আর সেহজাদ / ট্রেমলেট খেলবে ।বাংলাদেশ এর জন্য একটাই হুমকি মরগ্যান ।গতবার সে একটি ম্যাচ পুরো ঘুরিয়ে দিয়েছিল বাংলাদেশ এর বিরুদ্ধে ।তা্ই বাংলাদেশ একটু বুদ্ধি খাটিয়ে খেল্লে জিতা সম্ভব ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।