বীরপুরুষ
বন্ধু সুদেব কদিন আগে আমাকে বলল ওর কানে ব্যাথা করছে। বিষয়টা পাত্তা না দিয়ে যে কি ভুল করলাম সেটা এর কয়েক ঘন্টা পর টের পেলাম। রাত দুটার সময় ওর ডাকাডাকিতে ঘুম ভাঙল। ওর দিকে তাকিয়ে চমকে গেলাম। ওর ডান কান থেকে অনবরত রক্ত পরছে।
বেচারার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। বুঝলাম কানের যন্ত্রনায় ঘুমাতে না পেরে আমাকে ডেকে তুলেছে। এরপর ওকে ধরে নিয়ে আমি রওনা হলাম একটা ফার্মেসির খোঁজে। রাস্তায় কোন রিকশা না পাওয়ায় আমাদের প্রচুর হাঁটতে হল। ততক্ষণে ওর শরীর থেকে প্রায় হাফ ব্যাগের মত রক্ত বার হয়ে গেছে।
রাস্তায় হাঁটতে হাঁটতে ওকে জিজ্ঞাস করলাম "কিরে ঘাবঢ়ে গেছিস?"। সুদেব বলল "ঘাবঢ়াব কেন? তুই আছিসনা আমার পাশে"। একসময় আমরা একটা ফার্মেসি পেলাম। সেদিনের মত সুদেব রক্ষা পেল। কিছু ঘুমের ওষুধের কল্যাণে সেইদিন ঘুমাতে পেরেছিল।
সেদিন ফেরার পথে ও আমাকে বলেছিল "ভাই তুই আমার কাছে প্রতিজ্ঞা কর্ ভুলেও তুই কোনদিন ম্যাচের কাঠি দিয়ে কান চুলকাবি না। আমি আজ যে কষ্ট পেলাম তোকে যেন কোনদিন এরকম কষ্ট পেতে না হয়। "
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।