আমাদের কথা খুঁজে নিন

   

হুজুর দুধ চা খাবেন না লাল চা খাবেন

আমি তোমার পথ চেয়ে ঠায় দাঁড়িয়ে থাকবো, দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ে শিকড় গজাবে, আমার শাখা-প্রশাখা গজাবে, আমি বৃক্ষমানব হয়ে যাবো তবুও আমি অধৈর্য্য হবো না... ... ...

মন খারাপ ছিল স্কুল জীবনের একটা ঘটনা মনে পড়ে মনটা ভাল হয়ে গেল। সেটা হল- আমাদের স্কুলে ধর্ম শিক্ষক ক্লাসে ঢুকে একসাথে ৩/৪ জনকে পড়া ধরতেন। আর সে একমনে পান চিবিয়ে যেতেন! ওনার ক্লাসে কেউই পড়া করে আসতো না। পড়া ধরলে একই লাইন বার বার বললে কিছুক্ষণ পর স্যার বসতে বলতো। কিন্তু একদিন ৩/৪ জনকে একসাথে পড়া ধরলেন।

সবাই ১ লাইন থেরাপি প্রয়োগ করলো কিন্তু একজন এক লাইনও পারে না তাই সে বলতে লাগলো,"স্যার দুধ চা খাবেন না লাল চা খাবেন.....স্যার দুধ চা খাবেন না লাল চা খাবেন......ইত্যাদি"। মানে অ্যা উ করে আরকি। পাশের ছাত্ররা শুনে অতিকস্টে হাসি চেপে রাখল। তবে স্যার ধরতে পারলো না কারণ একসাথে ৩/৪ জনের খবর ক্যামনে রাখা সম্ভব আর তাছাড়া সেতো পান চিবাতেই ব্যস্ত। পরে ঘটনাটা জানাজানি হলে স্যার ঐ ছাত্রকে কঠিন শাস্তি দিল এবং ঘটনাটা তড়িত বেগে সারা স্কুলে এমনকি এলাকায় ছড়িয়ে গেল।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।