নারীদের কে আকর্ষণের দিক দিয়ে তেঁতুলের সাথে উপমা দেয়ায় যেসব কুলাঙ্গার ও সুশীল নামক চুশীল আল্লামা শফীকে গালী দেয় ওদের হাতেই কিন্তু নারীরা বারবার তেঁতুলের মত ব্যবহার পেয়ে আসছে!
এমপির এপিএস থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্কুল শিক্ষক, কলেজ শিক্ষক, সহপাঠী কর্তৃক ছাত্রী কিংবা সহপাঠিনীর শ্লীলতাহানির কোন খবরটা পত্রিকায় আসেনি?
যারা তেঁতুলের সাথে উপমা তারা কিংবা তাদের ছাত্ররা তো তোমাদের হাজারটা আকামের সাথে পাল্লা দিয়ে একটা ও করে না?! ব্যাপারটা কি? মুখে মুখে নারীর অধিকার রক্ষা আর সুযোগ পেলে নারীকে খুবলে খায় কারা? হুজুররা? প্রমাণ দাও ৷ তোমাদের আকামের প্রমাণ দিব?
শুধু পত্রিকায় যেগুলো প্রকাশ হয়েছে সেগুলো দিলে ও তো ১ বছর লাগবে!
আজ পর্যন্ত কোন মাদরাসার ছাত্র কোন
ছাত্রীকে সেক্সি বলে জড়িয়ে ধরার খবর
সংবাদপত্রে প্রকাশ হয়েছে? না ৷
ঢাকা কলেজ কিংবা সিটি কলেজের মত স্ট্যান্ডার্ড
কলেজগুলোর মত মেয়ে নিয়ে হামলায় লিপ্ত হয়েছে?
না ৷
প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে প্রতিপক্ষের দিকে গুলি করার
ছবি কোন জাতীয় পত্রিকায় প্রকাশ করতে পেরেছে?
বাস দুর্ঘটনায় মাদরাসার ছাত্র ও মারা যায় কিন্তু এক
দুর্ঘটনার প্রেক্ষিতে হাজার হাজার যানবাহন ভাঙার
মত প্রসংশনীয় (?) কাজ কি তাদের পক্ষে সম্ভব
হয়েছে? না ৷
মাদরাসার ছাত্ররা জঙ্গিবাদ শিখে কিন্তু
বিশ্ববিদ্যালয়গুলোর মত কোন মাদরাসার অস্ত্র গুদাম
আছে?
বাঙলা বাই শায়খ আব্দুর রহমানের সাথে মাদরাসাগুলোর
কোন সম্পৃক্ততা পেয়েছে কোন সংস্থা? না ৷
এমন কোন দিন নেই যে কোন কলেজ বা স্কুলের
মেয়ে তারই সহপাঠীর হাতে ইভটিজিং কিংবা শারিরীক
শ্লীলতাহানির খবর পত্রিকায় পাওয়া যায় না কিন্তু
মাদরাসার ছাত্রদের ইভটিজিং এর খবর প্রকাশিত
হয়েছে? না ৷
বাংলাদেশের কোন মাদরাসার শিক্ষক পরিমলের মত
কি তার ছাত্রী কে ফাঁদে ফেলে কিংবা পান্না মাষ্টারের
মত ১৫০ জনকে? না ৷
প্রেমের নামে ফিজিক্যালি রিলেশন
তৈরী করে প্রেগন্যান্ট বানিয়েছে কোন মাদরাসার
ছাত্র? না ৷
পড়া লেখায় ফাঁকি দিয়ে ধানমণ্ডি লেক রমনা পার্কে,
আহসান মঞ্জিলে গাছের আড়ালে গিয়ে প্রেম প্রেম
খেলে মাদরাসার পোলাপান? না ৷
যাদের চোখে রঙিন চশমা নেই তারা অবশ্যই একমত
হবেন ৷ তবে কিছু ব্যতিক্রম সবখানেই থাকে ৷ কিছু
অপরাধ যে তারা ও করে না তা নয় তা স্বীকার করি
কিন্তু যে শিক্ষা ব্যবস্থা জাতির মেরুদণ্ড, যাদের
পেছনে রাষ্ট্র হাজার হাজার কোটি টাকা তারা আমাদের
কী দিচ্ছে?
অনেক জ্ঞানপাপী বিভিন্ন অযৌক্তিক মন্তব্য
করবে, মাদরাসাগুলো মানুষের যাকাত ফিতরার টাকায়
চলে কিন্তু তাদের কাছে আমার প্রশ্ন হাজার হাজার
কোটি টাকা ব্যয় করা হয রাষ্ট্রের কোষাগার
থেকে সেটা কি জনগণের টাকা নয়? ওদের বাপের টাকা?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।