হুজুর: (মনে মনে) ভোর না হতেই এলো !
এই শালারা আমার কাছে কী মজা যে পেলো ?
(উচ্চস্বরে) এলি তোরা ? বেশ বেশ বেশ !
মনের কথা
দু:খ ব্যথা
করনা বলে শেষ।
মানুষ: সেলাম, হুজুর ! কেমুন আছেন ?
আমরা জানি, আমাগোরে আপনি বড়োই ভালোবাসেন !
হুজুর: কি রে জমির আলী,
মামলা নিয়া ক্যান যে করস্ এমন খামখেয়ালী !
করিম মিয়া আইছো ?
তোমার পোলার নতুন কোন খোঁজখবর কী পাইছো ?
জমির: পরশু দিবো রায়;
আল্লাহ মালিক, এবার বুঝি মানইজ্জত যায় !
হুজুর: ডরাইলি ক্যান আগে;
মাঝে মধ্যে সকলেরেই হারন জিতন লাগে।
করিম: কোন খবর পাই নাই;
টেকার অভাব, পোলার খোঁজে কী দিয়া যে যাই।
হুজুর: আমি ঢাকায় যামু,
হইলে দেখা পোলার লগে তোমারে জানাইমু।
জলিল: আমার বড়ো ঠেকা:
দ্যান না হুজুর আমারে আইজ হাজার খানেক টেকা।
হুজুর: ভাইবো না ভাই জলিল;
নিও টেকা, দিও তোমার বসতবাড়ির দলিল।
মানুষ: সেলাম হুজুর, এবার আসি তবে।
আপনি যদি দয়া করেন, আবার দেখা হবে।
হুজুর: তোমরা আবার আইসো;
তোমরা সবাই আগের মতোই আমায় ভালোবাইসো।
(মনে মনে) আপদ বিদায় হলো।
সুখের খবর, আরেকখানা বাড়ির দলিল এলো !
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।