আমাদের কথা খুঁজে নিন

   

সুন্দরবনকে ভোট দেওয়ার নিয়মাবলী

স্বপ্ন দেখুন, একদিন সত্যি হবেই...

সুন্দরবনকে ভোট দেওয়ার জন্য সবার আগে প্রয়োজন একটি ই-মেইল ঠিকানা। এই ই-মেইল ঠিকানা ব্যবহারের মাধ্যমেই সুন্দরবনের পক্ষে ভোট দিতে হবে। প্রথম ও দ্বিতীয় পর্বে যে ই-মেইল ঠিকানা ব্যবহার করে আপনি ভোট দিয়েছিলেন সেই ঠিকানা দিয়েই শেষ পর্বে ভোট দিতে পারবেন। প্রথম ধাপ প্রথমে যেতে হবে Click This Link ঠিকানার ওয়েবসাইটে। প্রথম পৃষ্ঠাতেই Step-1 লেখা দেখতে পাবেন।

এর নিচেই রয়েছে চুড়ান্ত পর্বে উত্তীর্ণ ২৮টি স্থানের ছবি আছে। ছবির ওপর মাউস রাখলে স্থানটির নাম দেখা যাবে। ক্লিক করলে ছবিটি বড় হয়ে স্থানটির সংক্ষিপ্ত বর্ণনা দেখা যাবে। এখানেই ৩নং কলামে রয়েছে সুন্দরবনের ছবি। এবার যে যে স্থানকে ভোট দেবেন সেগুলো সিলেক্ট করুন।

এক্ষেত্রে সুন্দরবনের সঙ্গে প্রথম ৬টি স্থান সিলেক্ট করুন। কারন শেষে ওই ৬টি স্থান ছাড়া অন্যগুলো সিলেক্ট করলে সেগুলোও সুন্দরবনের সঙ্গে এগিয়ে যাবে। কিন্তু আমাদেরকে সুন্দরবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। দ্বিতীয় ধাপ এরপর নিচের Continue to step -2 এ ক্লিক করুন। এরপরের ধাপে আপনার কিছু ব্যক্তিগত তথ্য দিতে হবে।

এরপর প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে Information এবং Terms & Conditions টিক দিয়ে ভেরিফিকেশন কোডে যে দুটি শব্দ আছে সে দুটি শব্দ লিখে সাবমিট করতে হবে। তৃতীয় ধাপ তৃতীয় ধাপে কনফারমেশন লিংক দেখার জন্য আপনার ই-মেইল দেখার নির্দেশনা আসবে। চতুর্থ ধাপ এই চতুর্থ ধাপে আপনার দেয়া ই-মেইল ঠিকানায় ঠিকানা থেকে একটি ই-মেইল আসবে। এটি খুলে নিদিষ্ট একটি ওয়েবঠিকানায় (লিংক) ক্লিক করলে সাইটটি খুলবে। পঞ্চম ধাপ সেখানেই প্রদর্শিত হবে, আপনার ভোটটি গ্রহণ করা হয়েছে।

টেলিফোনে ভোটদান পদ্ধতি ইন্টারনেটের পাশাপাশি একই সঙ্গে টেলিফোনে ভোট দেওয়ার ব্যবস্থাও রয়েছে। সুন্দরবনকে ভোট দিতে +৪১৭৭৩১২৪০৪১ ফোন করতে হবে। এরপর একটি বার্তা শোনা যাবে। তারপর সুন্দরবনের সাংকেতিক ৭৭২৪ চাপতে হবে। আরো জানতে এখানে ক্লিক করুন..


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.