সূর্য আমি, ঐ দিগন্তে হারাব, অস্তমিত হব, তবু ধরণীর তরে চিহ্ন রেখে যাব। আমার বন্ধু তানভিরের কাছে গত পরশু আনুমানিক রাত ১ টার দিকে একটা কল আসলো। তার ভাষ্য মতে লিখলাম...
ওপাশ থেকেঃ আসসালামুয়ালাইকুম
তানভিরঃ ওয়ালাইকুমসালাম। কে ভাই?
ওপাশ থেকেঃ নাহমাদুহু ওয়ালা সাল্লিওয়ালা রাসুলুল কারিম, হাম্মা বাদ।
ভাই আপনি আল্লাহর নেক দৃষ্টি লাভ করেছেন।
আমি আপনাকে তাই জানাতে কল করলাম।
তানভিরঃ আলহামদুলিল্লাহ্। ভাই আপনি কে?
ওপাশ থেকেঃ আমি একজন অতি নগণ্য জীনের বাদশা।
তানভিরঃ ও আচ্ছা, এটা জানানোর জন্যই কি কল দিয়েছেন?
ওপাশ থেকেঃ জী হ্যাঁ, তবে আমাদের জীন সমাজের একটি আর্জি আছে আপনার কাছে।
তানভিরঃ কি আর্জি ভাই?
ওপাশ থেকেঃ আমরা আপনার কাছে দুইটি জায়নামাজ চাই নামাজ পড়ার জন্য।
তানভিরঃ আচ্ছা দিব। কিন্তু কিভাবে?
ওপাশ থেকেঃ আমরা মানব জাতির হাত থেকে সরাসরি কিছু নেই না। আপনি দুটি জায়নামাজ হাদিয়া সমপরিমান টাকা এই নাম্বারে ফ্লেক্সি করে দেন
তানভির ছেলেটা একটু ভদ্র কিসিমের তাই কিছু না বলেই লাইনটা কেটে দিল।
গতকাল বিকেলে চায়ের দোকানে কথাটা বলল। আমরা সবাই শুনে তো হাসিতে লুটোপুটি।
আশেপাশের কিছু মুরুব্বীআন আঙ্কেল গোত্রীয় লোক বললেন তাদের এবং তাদের আত্মীয়দের কাছেও এমন কল এসেছে। তারাও জায়নামাজ চেয়েছে।
সব শুনে আমার এক বন্ধু নিরস মুখে বলল, " জীন জাতিও আপডেট হইসে, তাদের এখন ভ্যানিশিং ক্রিম মেখে উড়ে উড়ে ঘুরে ভয় দেখানোর টাইম কই, মোবাইলেই কল মারে। আমাগোতো এইটা বুঝা উচিৎ। " ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।