সব সময় সত্য কথা বলা
কয়েক বছর ধরে কথিত জীনের বাদশাদের দিয়ে প্রতারণার স্বীকার হচ্ছে এদেশের সহজ সরল অনেক মানুষ । এমনকি শিক্ষক, চাকুরীজীবিদের সুকৌশলে বাগে এনে এরা তাদেরকে অনেক ধনরত্ম দেয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। অনেকেই এদের খপ্পরে পরে সর্ব হারা হয়ে পড়েছেন। কেউ কেউ লজ্জায় সমাজে কাউকে বলতে পারছেনা। বিভিন্ন পত্র পত্রিকায় জীনের বাদশাদের বিরুদ্ধে লেখালেখি ও তাদের গ্রেফতার করা হলেও এখনও এদেশে এদের দল সক্রিয় রয়েছে।
এই ভূয়া জীনের বাদশারা প্রথমে মোবাইল ফোনের মাধ্যমে গ্রামের ও শহরের মহিলাদের বিভিন্ন ধর্মীয় সদুপদেশ দিয়ে থাকে, বেশি বেশি করে নফল নামাজ পড়তে বলেন। এমনকি স্বামীদের নামাজ পড়ার তাগিদ দেন। এরপর তাদের অনেক ধন রত্মের প্রলোভন দিয়ে মোবাইল ফোনে ফ্লেক্সি চেয়ে বসেন। মহিলারা তাদের মিষ্টি কথায় অল্প সময়ে কোটিপতি হওয়ার জন্য কাউকে কিছু না বলে শাড়ি গহনা বিক্রি করে জিনের বাদশাদের উপকার করের। পরে যখন কিছুই পান না তখন মাটিতে মাথা আছড়িয়ে মরেন।
কিন্ত কতকাল এই প্রতারক দল এদেশে সক্রিয় থাকবে। এদের ব্যবসা বন্ধ করতে সামাজিক সচেতনার দরকার। তাই এদের রুখতে প্রথমে দেশের প্রতিটি অঞ্চলের গ্রামের মসজিদের ইমামগণ অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। ইমাম সাহেবের মাধ্যমে জুম্মার দিনে প্রতিটি মুছুল্লীদের জানিয়ে দিতে পারেন অথবা ইউপি চেয়ারম্যান মেম্বার ও এনজিও কর্মীরা এ ভূমিকা পালন করতে পারেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।